ক্লাব ফুটবলে এখন টাকার ছড়াছড়ি—মাঠের খেলোয়াড়েরা যেমন, মালিকপক্ষের ভিআইপি বক্সও তেমন। এর মধ্যে প্রিমিয়ার লিগই অর্থ প্রাচুর্যে সবচেয়ে সমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা।

ইংল্যান্ডের শীর্ষ এই লিগের ব্যয়ক্ষমতা বিশ্বের বাকি সব প্রতিদ্বন্দ্বীকে বহুগুণ ছাড়িয়ে গেছে। বিপুল অর্থই সেখানে টেনে এনেছে প্রতিভাবান ও তারকা খেলোয়াড়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজির তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতে যাওয়া ১০ ফুটবলার কারা? চলুন দেখা যাক—

১০কাই হাভার্টজ [আর্সেনাল] | ২৩৭ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকাকাই হাভার্টজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ