জাবিতে ১৭ হলে ছাত্রদলের কমিটি, বাগছাসের উদ্বেগ
Published: 9th, August 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা।
শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে নয়টায় বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বাগছাস নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাস ও হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে প্রতিষ্ঠিত করেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে প্রতিটি শিক্ষার্থীর প্রাণের চাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “ছাত্রদল হলগুলোতে রাজনৈতিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়াকে উপেক্ষা করেছে। এর ফলে পুনরায় গণরুম, গেস্টরুম ও র্যাগিং কালচার ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা।”
গণতান্ত্রিক ছাত্র সংসদ আরও উল্লেখ করে, দেশের প্রতিটি শিক্ষার্থী আজ ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর সম্পূর্ণ অবসান চায়। এমন সময়ে ছাত্রদলের এই সিদ্ধান্ত ফ্যাসিবাদী কাঠামোকে নতুন রূপ দেওয়ারই প্রচেষ্টা।
নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবিচল থেকেছে। এমন একটি সংগঠন আজ ফ্যাসিবাদী ধাঁচের রাজনীতি ফেরত আনার চেষ্টা করছে, যা ফ্যাসিবাদবিরোধী প্রতিটি সংগঠন ও শিক্ষার্থীকে হতাশ করেছে।
সেসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাবি শাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সচেতন শিক্ষার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে এই ‘অপরাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বাগছাস নেতারা।
ঢাকা/আহসান/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ বব দ য ল ব শ বব দ য ছ ত রদল র জন ত গণর ম স গঠন
এছাড়াও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা
৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭ টায় নগর কার্যালয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জমহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি মুফতী মাসুম বিল্লাহ বলেন,গতবছর ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়েছে,এক বছর অতিবাহিত হলেও এখনো সমাজের চিত্র পরিবর্তন হয়নি,চাদাবাজী বন্ধ হয়নি,ধর্ষণ বন্ধ হয়নি, তাই সমাজ কে পরিবর্তন করতে হলে সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শরিয়া ভিত্তিক কল্যান রাষ্ট্র গঠন করা তাহলেই জুলাই আন্দোলনের প্রত্যাশা সার্থক হবে।
সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি হাফেজ মুহা. ইসমাঈল হোসেন,
সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, আজকের আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই,এবং সামাজিক ভাবে ছাত্রদের কে ইসলামী আদর্শের জীবন গঠনের মাধ্যমে ক্লিন ইমেজ তৈরি করে সর্ব সেক্টরে বৈষম্য হীন কার্যক্রম সম্পাদন করতে হবে।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুহা নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহা মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা সাঈদ আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।