জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র‍্যাগিং কালচারকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা।

শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে নয়টায় বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে বাগছাস নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাস ও হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র‍্যাগিং কালচারকে প্রতিষ্ঠিত করেছিল। 

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে প্রতিটি শিক্ষার্থীর প্রাণের চাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে গণরুম, গেস্টরুম এবং র‍্যাগিং কালচারকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “ছাত্রদল হলগুলোতে রাজনৈতিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়াকে উপেক্ষা করেছে। এর ফলে পুনরায় গণরুম, গেস্টরুম ও র‍্যাগিং কালচার ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা।”

গণতান্ত্রিক ছাত্র সংসদ আরও উল্লেখ করে, দেশের প্রতিটি শিক্ষার্থী আজ ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর সম্পূর্ণ অবসান চায়। এমন সময়ে ছাত্রদলের এই সিদ্ধান্ত ফ্যাসিবাদী কাঠামোকে নতুন রূপ দেওয়ারই প্রচেষ্টা।

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবিচল থেকেছে। এমন একটি সংগঠন আজ ফ্যাসিবাদী ধাঁচের রাজনীতি ফেরত আনার চেষ্টা করছে, যা ফ্যাসিবাদবিরোধী প্রতিটি সংগঠন ও শিক্ষার্থীকে হতাশ করেছে।

সেসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাবি শাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সচেতন শিক্ষার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে এই ‘অপরাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বাগছাস নেতারা।

ঢাকা/আহসান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ বব দ য ল ব শ বব দ য ছ ত রদল র জন ত গণর ম স গঠন

এছাড়াও পড়ুন:

ক্রিকেট খেলতে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাশেদ পারভেজ (২৪)। তিনি জেলা শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। আহত মো. খোকা ইসলাম (২৩) জেলা সদরের সোনারায় ইউনিয়নের কাজীরহাট গ্রামের বাসিন্দা। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মোরছালিন ইসলাম (২৩) নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্দেশ্যে নীলফামারী শহর থেকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পেছন দিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদ পারভেজ ও খোকা ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে রাশেদ পারভেজের মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, দুর্ঘনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। বাসটি শনাক্তে কাজ চলছে।

সম্পর্কিত নিবন্ধ