‘লাইফ ইজ ম্যাজিক’ নিয়ে আসছেন যাদুশিল্পী রাজু
Published: 9th, August 2025 GMT
যাদু নিয়ে বহুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম- ‘দ্যা ইলুশনিস্ট’। বেশ মনে ধরেছিল। ছবির নায়ক স্টেভেন মিলহাউজার উনবিংশ শতাব্দীতে ভিয়েনাতে একজন দুর্দান্ত যাদুশিল্পী এইজেনহেইমের জীবনের গল্প ফুটিয়ে তোলেন। ১৯৮৯ সালে এই গল্প প্রাকশিত হবার পরে ২০০৬ সালে সিনেমা আকারে প্রকাশ পায়। সমাজের শেণিবিন্যাসের কারণে এইজেনহেইম যাকে ভালোবাসত তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজ পরিবারের মেয়েকে উদ্ধার করতে সে যাদুবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে।
যাদুশিল্পীরা আসলেই ইল্যুশনিস্ট। রাজুর ম্যজিক দেখার পরে আমার কাছে তাই মনে হয়েছিল। আর্ট এক্সিবিশনে রাজুর সঙ্গে পরিচয়। আর্টকনের রিপন ভাই ম্যজিশিয়ান বলে রাজুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। আলাপ পরিচয়ের এক পর্যায়ে সে তাসের একটা বান্ডিল বের করে আমাদের কয়েকজনের হাতে ধরিয়ে দিলো। একবার দেখে আমরা সেই তাস পুনরায় বান্ডিলে ঢুকিয়ে দিলাম। সে তাসগুলো এবার উলোট-পালোট ছুঁ মন্তর ছুঁ- একে একে বলে দিলো কার কোন তাস ছিল- সত্যিই ম্যজিক!
রাজুর পুরো নাম সাজেদুর রহমান রাজিব। পেশায় ক্যানসার গবেষক। কুইন্স কলেজ থেকে পাশ করার পর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ভাইরোলজি নিয়ে পড়েছেন। যাদুবিদ্যায় আগ্রহ কীভাবে জিজ্ঞেস করেছিলাম। বলল, মানুষের মুখে হাসি দেখতে আমার ভালো লাগে, আর যাদুর মাধ্যমে আমি সেই হাসি ফোটাতে পারি খুব সহজে। ম্যাজিক আমার জীবন। এটা আসলে কৌশল আর বিজ্ঞানের খেলা। আমি ডেভিড ব্লেইনের যাদু দেখেছি। মার্কিন এই যাদুশিল্পীকে স্ট্রিট ম্যাজিকের মাস্টার বলা হয়। তার দেখানো ম্যাজিকের কিছু কৌশল আয়ত্ব করে আমিও এখন সেগুলো দেখাতে পারি।
রাজুর কাছে জানতে চেয়েছিলাম, ম্যাজিশিয়ানরা আসলে কী করে? তার অকপট জবাব, আমরা মানুষের মন নিয়ে খেলি। দেখবেন একইসঙ্গে অনেকগুলো কথা আমরা বলি, যেমন ডান হাত আলতো করে খুলুন, বাঁ হাত টানটান করুন, আমার চোখের দিকে সোজা তাকান। এতসব কথার মধ্যে যে জিনিসটায় তার নজর রাখার কথা সেটা তাকে অল্প সময়ের জন্য হলেও ভুলিয়ে দিই। এতে যে টাইম গ্যাপ তৈরি হলো সেটুকুই দর্শককে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। সে কারণে ম্যাজিশিয়ানদের বলা হয় মেন্টালিস্ট। আরেকটা কাজ করি, সেটা হলো বিভ্রম তৈরি করা, বাস্তবকে হাজির করি অবাস্তব থেকে।
সম্প্রতি রাজু শুরু করতে যাচ্ছে ম্যজিক নিয়ে টিভি সিরিজ ‘লাইফ ইজ ম্যাজিক’। ইতোমধ্যে এর টিজার প্রকাশিত হয়ে গেছে। প্রায় এক বছরের প্রস্তুতি ও সাধনার ফসল এই ম্যাজিক সিরিজ। প্রস্তুতির পর ছয় মাস ধরে কাজ করেছে একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল টিম। এ প্রসঙ্গে রাজু বলেন, আমি চেয়েছি ম্যাজিক জীবনের অংশ হোক। রাস্তায়, ট্রাফিকে, বাজারে। শত শত মানুষের সামনে। চেয়েছি, মঞ্চের গণ্ডি পেরিয়ে ম্যাজিক ঢুকে পড়ুক যাপিত জীবনে ৷ সেই চাওয়া পূর্ণ হলো। মানুষের বিস্ময়মাখা আনন্দিত মুখ দেখে প্রাণ জুড়িয়েছে।
ম্যাজিকে এ রকম কাজ বাংলাদেশে আগে কেউ করেনি। পথে পথে হাজার মানুষের ভিড়ে এমন ম্যাজিক দেখাতে শুধু টেকনিক নয়, সাহস লাগে, নিরাপত্তা লাগে আর লাগে দৃঢ় প্যাশন ও পরিকল্পনা। ম্যাজিক সিরিজে আলাদা কোনো পরিচালক নেই। কারণ, এখানে দৃশ্যগুলো ঘটেছে ভিড়ের সড়কে, হাজারও মানুষের সামনে।
‘লাইফ ইজ ম্যাজিক’ শিগগিরই মুক্তি পাবে একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সিরিজটির ডিওপি সিনেমাটোগ্রাফার হৃদয় সরকার। প্রযোজনা উইচিং এন্টারটেইনমেন্ট। শুটিং হয়েছে রাজধানীর ধানমন্ডি লেক, হাতিরঝিল, সদরঘাট, কারওয়ানবাজার, পুরান ঢাকা ও ওয়ারীতে।
রাজু মনে করেন, মানুষ যেভাবে সিনেমা-নাটক দেখে, তেমনি ম্যাজিকও একদিন আমাদের বিনোদনের অংশ হবে। ম্যাজিক মানে শুধু শো নয়। এটা ভালোবাসার জায়গা ও জীবনের অংশ।
তারা//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন বগুড়ার সাংবাদিক নেতারা।
শনিবার (৯ আগস্ট) বগুড়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরের সাতমাথায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রাহাত রিটু, সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মহসিন আলী রাজু, এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, জেইউবির সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, দৈনিক উত্তরকোণর সম্পাদক অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়, বগুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি সুমন সরদার প্রমুখ।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
ঢাকা/এনাম/রাজীব