ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে না চেয়েও পদ পাওয়ার দাবি করেছেন এন এস সায়মন নামে এক শিক্ষার্থী। 

শুক্রবার (৮ আগস্ট) কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি। হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের কমিটিতে সদস্য পদ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাইমন বলেন, ‎‎“আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ছাত্র রাজনীতি সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতাম না। তার উপর গণরুম, গেস্টরুমের সংস্কৃতি আমার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমি অন্তর থেকে খুশি হই, যখন হলগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। ‎বলতে দ্বিধা নেই, আমি আমার পারিবারিক সিদ্ধান্তে প্রচলিত কোনো ছাত্র রাজনীতিতে যুক্ত হইনি বা হতেও আগ্রহী না।”

আরো পড়ুন:

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন

খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু

তিনি বলেন, ‎“অথচ আজ আমি দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠনের কমিটিতে আমার নাম প্রকাশ করা হয়েছে। আমি আমার বন্ধু, রুমমেট (হল ছাত্রদলের যুগ্ম- আহবায়ক) এবং ঘনিষ্ঠ ভাইদের আগেই জানিয়েছি, আমি ছাত্রদল বা অন্য কোনো ছাত্র রাজনীতির কমিটিতে থাকতে চাই না। আমি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “আমি ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। অথচ এখন অনুমতি ব্যতীত আমার নাম রাজনৈতিক পদে থাকায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি চাই, আমার নাম ছাত্রদলের কমিটি থেকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হোক। একইসঙ্গে কে, কারা, কেনো এমনটি করল- তার সুস্পষ্ট ব্যাখ্যা লিখিতভাবে আমাকে দিক তারা।”

‎এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলে অস্বীকৃতি জানান।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত র র জন ত ছ ত রদল র র কম ট ত

এছাড়াও পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেছেন, আপনারা দেখছেন, তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কোনো অভিযোগ থাকে, আরো পদক্ষেপ নেওয়া হবে। অত্যন্ত গুরুত্ব সহকারে গাজীপুরসহ সারা দেশে ব্যবস্থা নিচ্ছে সরকার। 

আরো পড়ুন:

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারে না পুলিশ: জিএমপি কমিশনার

সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর থেকে ভালো আমরা প্রত্যাশা করি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তনের আহ্বায়ক মাসুম বাবর হিরোসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, শৈলকুপা বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অবিভাববকসহ স্থানীয়রা।

ঢাকা/সোহাগ/রফিক

সম্পর্কিত নিবন্ধ