বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিন অটোরিকশার ৬ যাত্রী।

শনিবার (৯ আগস্ট) উপজেলার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এম আর পরিবহনের একটি বাসের সামনের চাকা পাংচার হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন:

মহাখালী ফ্লাইওভারে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

সাতজনের মৃত্যু, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা

আহতরা হলেন- উপজেলার জুসখোলা গ্রামের শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়ার রেশমী (৩২), দোলেনা (৫০), সালমা (৪৮),  খোট্টাপাড়ার মোকছেদুল (৫০) এবং অজ্ঞাত এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে নিউরো সার্জারি, সার্জারি ও অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ