কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১০ ফুট দৈর্ঘের অজগর সাপ উদ্ধার করে‌ছেন স্থানীয় এক জে‌লে। শ‌নিবার (৯ আগস্ট) বি‌কে‌লে বন‌বিভা‌গের প্রতি‌নি‌ধি ঘটনাস্থ‌লে গেলে তার কাছে সাপ‌টি‌কে হস্তান্তর করা হয়।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের ফকি‌রের চর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, শুক্রবার (৮ আগস্ট) সকা‌লে ফ‌কি‌রের চ‌র এলাকার বা‌সিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র ন‌দের পাড়ে নি‌ষিদ্ধ চায়না ডারকি জাল পা‌তেন। এ সময় সাপ‌টি মাছ খাওয়ার জন্য জা‌লের ভেত‌রে ঢু‌কে আটকা পড়ে। জাল তুল‌তে গিয়ে প্রায় ১৫ কে‌জি ওজ‌নের ১০ ফুট দৈ‌র্ঘ্যের অজগর সাপ‌টি দেখতে পান তিনি। আমজাদ আলী সাপটি এলায়াক নিয়ে যান। খবরটি জানাজা‌নি হ‌লে অজগর দেখ‌তে মানুষজন ভিড় করেন।

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 

সাপুড়ের প্রাণ নেওয়া সাপটি কাঁচা খেলেন আরেক সাপুড়ে

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য আব্বাস আলী ব‌লেন, “সাপ‌টি‌ দে‌খে এসে‌ছি। বন বিভা‌গের কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি সাপ‌টি নি‌য়ে গেছেন।”

ওয়াইল্ডলাইফ অ‌্যান্ড স্নেক রে‌স‌কিউ টিমের প্রতি‌নি‌ধি নাঈম ইসলাম ব‌লেন, “সাপ‌টি মাথায় আঘাতপ্রাপ্ত। চি‌কিৎসার জন্য প্রাণীটিকে রংপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

তি‌নি আরো ব‌লেন, “বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুল ধারণার কারণে এ ধরনের সাপকে মেরে ফেলেন।”

উলিপুর উপ‌জেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক ব‌লেন, “সাপ‌টি আঘাতপ্রাপ্ত। প্রাণীটিকে রংপুর চি‌ড়িয়াখানায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ