তেজগাঁও বিভাগের ছয় থানায় মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাতসহ গ্রেপ্তার ৪৬
Published: 10th, August 2025 GMT
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত আসামি, পেশাদার ছিনতাইকারী, ডাকাতসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
আজ রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির তেজগাঁও বিভাগের অধীন আদাবর, মোহাম্মদপুর, হাতিরঝিল, শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধী রয়েছে। তেজগাঁও বিভাগের বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তত্ত্বাবধানে নিয়মিত টহল ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গতকাল শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোহান (২০), মো.
মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহুল (১৮), জয়নাল ঝনু (৪৫), সোহেল (১৮), শান্ত (২২), জাহিদ হাসান (৩৫), সজীব (৩৮), লিটন (৩৫), রনি (৩২), আবদুল মালেক মুন্না (২৪), শুক্কর আলী (২১), শাকিল (২২), হাজেরা বেগম (৫৫), ইউসুফ আলী (৬৬) ও শামীম (২২)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও থানার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অমিত হাসান (২৬), মো. সজীব আলী (২০), মো. লাদেন (২০), মো. সুমন মিয়া (২২), মো. ওমর ফারুক (২১), মো. রিফাত সিকদার (১৯) ও আলামিন (২৬)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. সুমন (২২), মো. এনামুল (২৩), আকাশ (২১), মো. তরিকুল ইসলাম (২৫) ও মো. ফয়সাল (২৬)। এ ছাড়া শেরেবাংলা নগর থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাতিরঝিল থানার বরাতে ডিএমপি জানায়, ওই এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সৈয়দ ইউনুস আলী (৬২), শহিদুল ইসলাম (২১), মো. নুরুল ইসলাম (৫৪), রনি (২০), মো. সুমন ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৪৫), মো. শেফালী আক্তার (৩২), মো. সবুজ (২৮) ও মো. জসিম (৪০)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ল ইসল ম ড এমপ অপর ধ
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী