বলিউড অভিনেতা আমির খান তার ভাই ফয়সাল খানকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিলেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন অভিনেতা ফয়সাল খান। তারপর থেকে বিষয়টি নিয়ে সর্বত্র জোর চর্চা চলছে। 

এ পরিস্থিতি এখনো কোনো বক্তব্য দেননি আমির খান। তবে রবিবার (১০ আগস্ট) আমির খানের পরিবার থেকে যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।   

এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের মা জিনাত তাহির হোসেন, বোন নিখাত হেগড়ে এবং ভাই আমির সম্পর্কে ফয়সাল তার বক্তব্যে যেসব তথ্য উপস্থাপন করেছেন, তা সে ভুলভাবে তুলে ধরেছে। এটি অত্যন্ত কষ্টদায়ক। তার ভুলভাবে তথ্য তুলে ধরার ঘটনা এটিই প্রথম নয়। তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করা জরুরি মনে করছি। আমরা পরিবার হিসেবে পুনরায় আমাদের ঐক্যের জানান দিচ্ছি।” 

আরো পড়ুন:

‘আমির আমাকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিল’

সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে?

আমির খান নন, পরিবারের সবাই মিলে ফয়সালের সুস্থতার জন্য সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “ফয়সালকে নিয়ে প্রতিটি সিদ্ধান্তই আমরা পরিবার হিসেবে একসঙ্গে নিয়েছি। একাধিক চিকিৎসকের পরামর্শে, আমাদের ভালোবাসা, সহানুভূতি ও তার মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য। এ কারণেই আমরা এখন পর্যন্ত এই কষ্টকর ও সংবেদনশীল সময় নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি।” 

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন—রিনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জায়ন মারি খান এবং পাবলো খান। 

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল বলেন, “তারা (পরিবার) বলতেন, আমার সিজোফ্রেনিয়া হয়েছে আর আমি পাগল। আমি সমাজের জন্য বিপজ্জনক। এসব কথাবার্তা হচ্ছিল। আমি নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম, আমি এই চক্রব্যূহ থেকে কীভাবে বের হবো। এটা আমার জন্য একদম চক্রব্যূহ হয়ে গিয়েছিল। আমি ফেঁসে গিয়েছিলাম। কারণ পুরো পরিবার আমার বিপক্ষে ছিল। সবাই আমাকে পাগল ভাবছিল।”

২০০৭ সালে ফয়সাল খান দুই দিন নিখোঁজ ছিলেন। তার আগে পুলিশের কাছে আমির খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে ফয়সাল জানিয়েছিলেন, তার ভাই আমির তাকে জোরপূর্বক বাড়িতে আটকে রেখেছিলেন। কারণ আমির মনে করেন, ফয়সাল মানসিকভাবে অসুস্থ।

এরপর ফয়সালকে পুনেতে খুঁজে পাওয়া যায়। মুম্বাইয়ে ফিরিয়ে এনে তার চিকিৎসা করানো হয়। ফয়সালের অভিভাবকত্ব নিয়ে আমির এবং তাদের বাবা তাহিরের আইনি লড়াইও হয়, যা ব্যাপক আলোচিত হয়েছিল। পরে আদালত ফয়সালের অভিভাবকত্ব তার বাবা তাহিরের কাছে প্রদান করেন। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি মারা যায় আমিরের বাবা। 

মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র খ ন ফয়স ল খ ন আম র খ ন আম দ র র জন য পর ব র

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ