বলিউড অভিনেতা আমির খান তার ভাই ফয়সাল খানকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিলেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন অভিনেতা ফয়সাল খান। তারপর থেকে বিষয়টি নিয়ে সর্বত্র জোর চর্চা চলছে। 

এ পরিস্থিতি এখনো কোনো বক্তব্য দেননি আমির খান। তবে রবিবার (১০ আগস্ট) আমির খানের পরিবার থেকে যৌথভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।   

এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের মা জিনাত তাহির হোসেন, বোন নিখাত হেগড়ে এবং ভাই আমির সম্পর্কে ফয়সাল তার বক্তব্যে যেসব তথ্য উপস্থাপন করেছেন, তা সে ভুলভাবে তুলে ধরেছে। এটি অত্যন্ত কষ্টদায়ক। তার ভুলভাবে তথ্য তুলে ধরার ঘটনা এটিই প্রথম নয়। তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করা জরুরি মনে করছি। আমরা পরিবার হিসেবে পুনরায় আমাদের ঐক্যের জানান দিচ্ছি।” 

আরো পড়ুন:

‘আমির আমাকে এক বছর ঘরে বন্দি করে রেখেছিল’

সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে?

আমির খান নন, পরিবারের সবাই মিলে ফয়সালের সুস্থতার জন্য সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “ফয়সালকে নিয়ে প্রতিটি সিদ্ধান্তই আমরা পরিবার হিসেবে একসঙ্গে নিয়েছি। একাধিক চিকিৎসকের পরামর্শে, আমাদের ভালোবাসা, সহানুভূতি ও তার মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য। এ কারণেই আমরা এখন পর্যন্ত এই কষ্টকর ও সংবেদনশীল সময় নিয়ে প্রকাশ্যে কিছু বলিনি।” 

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন—রিনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জায়ন মারি খান এবং পাবলো খান। 

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল বলেন, “তারা (পরিবার) বলতেন, আমার সিজোফ্রেনিয়া হয়েছে আর আমি পাগল। আমি সমাজের জন্য বিপজ্জনক। এসব কথাবার্তা হচ্ছিল। আমি নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম, আমি এই চক্রব্যূহ থেকে কীভাবে বের হবো। এটা আমার জন্য একদম চক্রব্যূহ হয়ে গিয়েছিল। আমি ফেঁসে গিয়েছিলাম। কারণ পুরো পরিবার আমার বিপক্ষে ছিল। সবাই আমাকে পাগল ভাবছিল।”

২০০৭ সালে ফয়সাল খান দুই দিন নিখোঁজ ছিলেন। তার আগে পুলিশের কাছে আমির খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে ফয়সাল জানিয়েছিলেন, তার ভাই আমির তাকে জোরপূর্বক বাড়িতে আটকে রেখেছিলেন। কারণ আমির মনে করেন, ফয়সাল মানসিকভাবে অসুস্থ।

এরপর ফয়সালকে পুনেতে খুঁজে পাওয়া যায়। মুম্বাইয়ে ফিরিয়ে এনে তার চিকিৎসা করানো হয়। ফয়সালের অভিভাবকত্ব নিয়ে আমির এবং তাদের বাবা তাহিরের আইনি লড়াইও হয়, যা ব্যাপক আলোচিত হয়েছিল। পরে আদালত ফয়সালের অভিভাবকত্ব তার বাবা তাহিরের কাছে প্রদান করেন। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি মারা যায় আমিরের বাবা। 

মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম র খ ন ফয়স ল খ ন আম র খ ন আম দ র র জন য পর ব র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ