রোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫
Published: 11th, August 2025 GMT
গাড়ির ব্যাপারে বেশ সৌখিন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি নিজের গ্যারাজে যোগ করেছেন ঝকঝকে নতুন এক ল্যাম্বরগিনি উরুস এসই। রং? ঝলমলে কমলা। তবে গাড়ির মডেল বা দাম নয়, আলোচনায় চলছে এর বিশেষ নম্বরপ্লেট নিয়ে। ‘৩০১৫ ’—নম্বরপ্লেটে এই সংখ্যার রহস্য কী?
রোহিতের গ্যারাজে তো আগে থেকেই বিলাসবহুল বেশ কিছু গাড়ি—বিএমডব্লিউ, মার্সিডিজ, আরেকটি নীল ল্যাম্বরগিনি উরুসও ছিল। এ বছরের শুরুর দিকে রোহিত সেই নীল উরুস (যেটার নম্বরপ্লেট ছিল ‘২৬৪ ’) দিয়ে দিয়েছেন এক ড্রিম-ইলেভেন প্রতিযোগিতার বিজয়ীকে। ‘২৬৪’ সংখ্যা কিন্তু এমনি এমনি নয়—২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে করা তাঁর বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংসের স্মৃতি।
রোহিত শর্মার নতুন ল্যাম্বরগিনি উরুস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫
গাড়ির ব্যাপারে বেশ সৌখিন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি নিজের গ্যারাজে যোগ করেছেন ঝকঝকে নতুন এক ল্যাম্বরগিনি উরুস এসই। রং? ঝলমলে কমলা। তবে গাড়ির মডেল বা দাম নয়, আলোচনায় চলছে এর বিশেষ নম্বরপ্লেট নিয়ে। ‘৩০১৫ ’—নম্বরপ্লেটে এই সংখ্যার রহস্য কী?
রোহিতের গ্যারাজে তো আগে থেকেই বিলাসবহুল বেশ কিছু গাড়ি—বিএমডব্লিউ, মার্সিডিজ, আরেকটি নীল ল্যাম্বরগিনি উরুসও ছিল। এ বছরের শুরুর দিকে রোহিত সেই নীল উরুস (যেটার নম্বরপ্লেট ছিল ‘২৬৪ ’) দিয়ে দিয়েছেন এক ড্রিম-ইলেভেন প্রতিযোগিতার বিজয়ীকে। ‘২৬৪’ সংখ্যা কিন্তু এমনি এমনি নয়—২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে করা তাঁর বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংসের স্মৃতি।
রোহিত শর্মার নতুন ল্যাম্বরগিনি উরুস