গাড়ির ব্যাপারে বেশ সৌখিন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি নিজের গ্যারাজে যোগ করেছেন ঝকঝকে নতুন এক ল্যাম্বরগিনি উরুস এসই। রং? ঝলমলে কমলা। তবে গাড়ির মডেল বা দাম নয়, আলোচনায় চলছে এর বিশেষ নম্বরপ্লেট নিয়ে। ‘৩০১৫ ’—নম্বরপ্লেটে এই সংখ্যার রহস্য কী?

রোহিতের গ্যারাজে তো আগে থেকেই বিলাসবহুল বেশ কিছু গাড়ি—বিএমডব্লিউ, মার্সিডিজ, আরেকটি নীল ল্যাম্বরগিনি উরুসও ছিল। এ বছরের শুরুর দিকে রোহিত সেই নীল উরুস (যেটার নম্বরপ্লেট ছিল ‘২৬৪ ’) দিয়ে দিয়েছেন এক ড্রিম-ইলেভেন প্রতিযোগিতার বিজয়ীকে। ‘২৬৪’ সংখ্যা কিন্তু এমনি এমনি নয়—২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে করা তাঁর বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংসের স্মৃতি।

রোহিত শর্মার নতুন ল্যাম্বরগিনি উরুস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ