৫ বল খেলেই জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা
Published: 11th, August 2025 GMT
৫ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে যাওয়ার ঘটনা শুনেছেন কখনো? ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছে কানাডা অনূর্ধ্ব–১৯ দল। মাত্র ২৩ রানে অলআউট করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলকে। তারপর তাড়া করতে নেমে ম্যাচ জিতে গেছে মাত্র ৫ বল খেলে, ১১৫ বল হাতে রেখেই!
আরও পড়ুনরোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫১ ঘণ্টা আগেরোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টসে জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। কিন্তু তাদের পুরো ইনিংস গুটিয়ে যায় ১৯.
তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।
আরও পড়ুনআবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেমে গেল বাংলাদেশ৩ ঘণ্টা আগেতবে এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। এর কারণ কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!
এ জয়ে বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব–১৯ এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয়। দুই ম্যাচে এক জয় তাদের। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯। এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই হারে সবার নিচে আর্জেন্টিনা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন ২৩ র ন র কর ড
এছাড়াও পড়ুন:
৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দ. আফ্রিকার টেস্ট জয়
টেম্বা বাভুমার সাহস আছে বলতে হবে। কলকাতা টেস্টে জিততে ভারতের তখন দরকার ৪৭ রান। হাতে ৩ উইকেট। খাতা কলমে ৩ উইকেট থাকলেও আসলে উইকেট ছিল ২টি। কারণ চোটের কারণে শুবমান গিল হাসপাতালে। উইকেটে অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা। মানে অক্ষরের ওপরই সব ভরসা। এমন সময়ে বাভুমা বল তুলে দিলেন কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যানের সামনে একজন বাঁহাতি স্পিনারকে আনলেন।
অক্ষর এটাকে দেখলেন বড় সুযোগ হিসেবে। প্রথম চার বলে ২ ছক্কা ও ১ চারে নিলেন ১৬ রান। বাভুমার সিদ্ধান্ত নিয়ে তখন ধারাভাষ্যকক্ষে প্রশ্ন। এমন সময়ে ওভারের পঞ্চম বলে মহারাজকে ছক্কা মারতে গিয়ে বাভুমার হাতেই ক্যাচ দেন অক্ষর। ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজকেও আউট করে দেন মহারাজ। তাতে ভারতকে ৯৩ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য দিয়ে তাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩০ রানে। ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা।
বিস্তারিত আসছে...