খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতের মামলার তথ্য বিবরণী বছরে দুই বার কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিছু তথ্য দাখিলের বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সার্কুলার, সার্কুলার লেটারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলো থেকে ব্যাংকিং-বিষয়ক বিবিধ তথ্যের হালনাগাদ বিবরণী সংগ্রহ করে থাকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের মাধ্যমে সংগৃহীত বিবরণীগুলো পর্যালোচনা করে তথ্যগত সামঞ্জস্য বিধান, কিছু বিবরণী দাখিলের পৌনঃপুনিকতা হ্রাস করা, প্রাপ্ত তথ্যের ক্ষেত্রে পুনরাবৃত্তি এড়ানো এবং অনাবশ্যক বিবরণীগুলো চিহ্নিত করার আগে সেগুলো পরিহার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারগুলোতে নতুন নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া যাচ্ছে।

আরো পড়ুন:

রপ্তানিকারকদের জন্য ডলার সংরক্ষণের নিয়ম শিথিল

নতুন ডিজাইনের ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার

আগের নির্দেশনা মোতাবেক অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক থেকে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলাগুলোর তথ্য-সংক্রান্ত বিবরণী বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিলের আবশ্যকতা নেই।

ঋণ/বিনিয়োগ অবলোপন-সংক্রান্ত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের আগের সার্কুলার অনুযায়ী, ঋণ/বিনিয়োগ অবলোপন-সংক্রান্ত বিবরণীর হার্ডকপি এ বিভাগে দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে, টিপিএস টেমপ্লেটের মাধ্যমে এ-সংক্রান্ত তথ্য ইডিডব্লিউ পোর্টালেও দাখিল করা হয় বিধায় উল্লিখিত হার্ডকপি বিবরণী এ বিভাগে দাখিলের আবশ্যকতা নেই।

আমদানি পরবর্তী অর্থায়ন-সংক্রান্ত বিআরপিডি‘র আগের নির্দেশনা অনুসারে এ-সংক্রান্ত বিবরণীর হার্ডকপি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পাশাপাশি এ বিভাগে দাখিল করা হতো। এ ক্ষেত্রে বিবরণীটি শুধু ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিআরপিডি’র আগের জারি করা সার্কুলার অনুযায়ী, মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতার মাধ্যমে খেলাপী ঋণ আদায়-সংক্রান্ত বিবরণী অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক কর্তৃক দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলাগুলোর তথ্য সংক্রান্ত বিবরণীর সাথে সংযুক্তি হিসেবে ষান্মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিবরণীর হার্ডকপি ও সফটকপি স্বতন্ত্রভাবে বছরে দুই বার (৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক র ন ত ব বরণ দ খ ল কর ব বরণ র হ র ডকপ র আগ র প রব ধ

এছাড়াও পড়ুন:

সাইয়ামি দুই মাঠের যোদ্ধা

অভিনয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সমান পারদর্শী সাইয়ামি খের। একদিকে বড় পর্দা ও ওয়েব সিরিজ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ—দুই ক্ষেত্রেই ছাপ রাখছেন বলিউড অভিনেত্রী। ‘স্পেশাল অপস ২’-এ তাঁর সাম্প্রতিক অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি খেলাধুলার ময়দানেও তিনি লিখেছেন নতুন ইতিহাস; পরপর দুই বছর জিতেছেন ‘আয়রনম্যান ৭০.৩’ ট্রায়াথলন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

‘আয়রনম্যান ৭০.৩’ বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতা প্রতিযোগিতা। এখানে প্রতিযোগীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সব মিলিয়ে ৭০.৩ মাইল, যা জয় করতে লাগে অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা ও শারীরিক সহনশীলতা। ২০২৪ ও ২০২৫—দুই বছরই সফলভাবে এই কঠিন পরীক্ষা পেরিয়েছেন সাইয়ামি।

সাইয়ামি খের। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ