অর্থঋণ আদালতের মামলার তথ্য বছরে দুই বার কেন্দ্রীয় ব্যাংকে দাখিলের নির্দেশ
Published: 11th, August 2025 GMT
খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতের মামলার তথ্য বিবরণী বছরে দুই বার কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিছু তথ্য দাখিলের বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সার্কুলার, সার্কুলার লেটারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলো থেকে ব্যাংকিং-বিষয়ক বিবিধ তথ্যের হালনাগাদ বিবরণী সংগ্রহ করে থাকে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের মাধ্যমে সংগৃহীত বিবরণীগুলো পর্যালোচনা করে তথ্যগত সামঞ্জস্য বিধান, কিছু বিবরণী দাখিলের পৌনঃপুনিকতা হ্রাস করা, প্রাপ্ত তথ্যের ক্ষেত্রে পুনরাবৃত্তি এড়ানো এবং অনাবশ্যক বিবরণীগুলো চিহ্নিত করার আগে সেগুলো পরিহার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারগুলোতে নতুন নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া যাচ্ছে।
আরো পড়ুন:
রপ্তানিকারকদের জন্য ডলার সংরক্ষণের নিয়ম শিথিল
নতুন ডিজাইনের ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
আগের নির্দেশনা মোতাবেক অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক থেকে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলাগুলোর তথ্য-সংক্রান্ত বিবরণী বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিলের আবশ্যকতা নেই।
ঋণ/বিনিয়োগ অবলোপন-সংক্রান্ত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের আগের সার্কুলার অনুযায়ী, ঋণ/বিনিয়োগ অবলোপন-সংক্রান্ত বিবরণীর হার্ডকপি এ বিভাগে দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে, টিপিএস টেমপ্লেটের মাধ্যমে এ-সংক্রান্ত তথ্য ইডিডব্লিউ পোর্টালেও দাখিল করা হয় বিধায় উল্লিখিত হার্ডকপি বিবরণী এ বিভাগে দাখিলের আবশ্যকতা নেই।
আমদানি পরবর্তী অর্থায়ন-সংক্রান্ত বিআরপিডি‘র আগের নির্দেশনা অনুসারে এ-সংক্রান্ত বিবরণীর হার্ডকপি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পাশাপাশি এ বিভাগে দাখিল করা হতো। এ ক্ষেত্রে বিবরণীটি শুধু ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।
বিআরপিডি’র আগের জারি করা সার্কুলার অনুযায়ী, মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতার মাধ্যমে খেলাপী ঋণ আদায়-সংক্রান্ত বিবরণী অর্থঋণ ও অন্যান্য আদালতে ব্যাংক কর্তৃক দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলাগুলোর তথ্য সংক্রান্ত বিবরণীর সাথে সংযুক্তি হিসেবে ষান্মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিবরণীর হার্ডকপি ও সফটকপি স্বতন্ত্রভাবে বছরে দুই বার (৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিক) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/নাজমুল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক র ন ত ব বরণ দ খ ল কর ব বরণ র হ র ডকপ র আগ র প রব ধ
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী