১৬ বছরে যারা মজলুম ছিল, আজকে অনেকেই জালেম হয়ে উঠছে: নুরুল হক নুর
Published: 11th, August 2025 GMT
ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘গত ১৬ বছরে যারা নির্যাতিত, নিষ্পেষিত, মজলুম ছিল; আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের ওপরে জুলুম-নির্যাতন এমনকি অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাঁদের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে পুরোনো মডেলের রাজনীতি ছুড়ে ফেলেছিল, এক বছর পর আমরা আবার সেই ফ্যাসিবাদের আলামত দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরের বাটার মোড়ে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটি আয়োজিত এক গণসমাবেশে এই মন্তব্য করেন নুরুল হক। সমাবেশে দলটির মহানগর কমিটির আহ্বায়ক আনোয়ার ইকবাল বাদলের সভাপতিত্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে নুরুল হক বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন আনুপাতিক হারে নির্বাচন চায়। এর মাধ্যমেই একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করা সম্ভব। বর্তমান পদ্ধতিতে ৩০০ আসনে ৩০০ জন এমপি নির্বাচিত হন। এই ৩০০ আসন নিয়ে হবে নিম্নকক্ষ, যাঁরা এলাকার উন্নয়নে কাজ করবেন। এর পাশাপাশি একটি উচ্চকক্ষ থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে, সেই হার অনুযায়ী উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। এই ব্যবস্থায় ছোট দলগুলোও সংসদে তাদের কথা বলার সুযোগ পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
জুলাই সনদ প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কোনো কার্যকর রূপরেখা পাওয়া যায়নি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে না থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ল হক
এছাড়াও পড়ুন:
‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে’
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। তাদের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই।”
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরে কী আলোচনা হয়েছে তা সরকারকে সংবাদ সম্মেলন করে জাতিকে পরিষ্কার করতে হবে।”
আরো পড়ুন:
নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তে ‘গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত
বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল
শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত নেতা তাহের বলেন, “জীবন ও রক্ত দিয়ে বাংলার মানুষ ভারতের আধিপত্যবাদকে প্রতিহত করেছে। বশ্যতা আর মেনে নেবে না। সরকার যদি ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে, তার পরিণতি শুভ হবে না।”
নির্বাচনী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “একটি দল সংস্কার চায় না। তারা পুরনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে চাইছে। অন্তর্বর্তী সরকারও সেই ফাঁদে পা দিয়েছে। সংস্কার না হলে শহীদের রক্তের প্রতি বেঈমানি হবে।”
গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘‘সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার উদ্যোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুটি নির্বাচন এক নয়। আলাদা গণভোট হলে অন্তত ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেবে। এ কারণেই তারা আলাদা গণভোট চায় না।”
ঢাকা/রুবেল/রাজীব