রিমেম্বার দ্য টাইটানস: ফুটবল মাঠে মানবতার জয়
Published: 12th, August 2025 GMT
‘গ্রিক পুরাণে টাইটানরা নাকি সৃষ্টিকর্তার চেয়েও শক্তিশালী ছিল। চরম ক্ষমতাবলে তারা শাসন করেছে মহাবিশ্ব। আজ রাতে ওই যে ফুটবল মাঠটা, ওটাই আমাদের মহাবিশ্ব। চলো, টাইটানদের মতো শাসন করি!’—কোচ হারমান বুন।
সেই শাসন তো টাইটানরাই করেছিল। ১৯৭১ সালে হাইস্কুল আমেরিকান ফুটবলে ১৩–০ রেকর্ডে মৌসুম শেষ করে রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতা, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রানারআপ—সবই করে দেখায় ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার টি সি উইলিয়ামস হাইস্কুলের (এখন আলেক্সান্দ্রিয়া সি টি হাই স্কুল) ফুটবল দল। যাদের ডাকনামই ছিল ‘টাইটানস’। সেই অবিশ্বাস্য মৌসুমের গল্প নিয়েই তৈরি সিনেমা ‘রিমেম্বার দ্য টাইটানস’।
আরও পড়ুনমানিবল: টাকার খেলায় কম টাকার জয় ০৪ আগস্ট ২০২৫কিন্তু গল্পটা কেবল খেলার নয়। সত্তরের দশকের যুক্তরাষ্ট্রে বর্ণবাদ কত গভীরে ছিল, সেটাও ফুটে উঠেছে এতে। সাদা–কালো খেলোয়াড়ের মিশ্রণে গড়া দলের ভেতরকার বিভাজন আর সেই দেয়াল ভাঙতে এক কোচের লড়াই—এই সিনেমার আসল শক্তি। মাঠে টাচডাউন করার আগে বুন কি মাঠের বাইরের লড়াইটাও জিতেছিলেন?
সত্য ঘটনা অবলম্বনে বানানো এই ছবির সংলাপ যেন ছুরি—সোজা মগজে গিয়ে লাগে। অধিনায়কত্ব নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘Attitude reflects leadership’ লাইনটাও এসেছে এখান থেকে।
কোচ বুনের চরিত্রে অসাধারণ অভিনয় করেন ডেনজেল ওয়াশিংটন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।