ভূতপ্রেমিক দুই বন্ধু অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। দেশের বিভিন্ন জায়গায় পুরোনো বাড়ি, শ্মশানঘাট, বটগাছতলা—যেসব জায়গা নিয়ে নানা ধরনের ভৌতিক গল্প চালু আছে, সেসব জায়গায় চষে বেড়িয়েছেন। এ সময় দুজনের কাছে জমা হয় ভূতের অনেক গল্প। বন্ধু জিবরানকে যুক্ত করে তিনজন মিলে শুরু করেন রেডিও শো ‘ভৌতিস্ট’। তখন তাঁদের পরিকল্পনায় আরও ছিল, ভূত নিয়ে টিভি সিরিজ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে জীবন ব্যস্ততায় ও সুমনের অসুস্থতায় তা সম্ভব হয়নি। এবার ইচ্ছা পূরণ করছেন দুই বন্ধু। শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী।

সাইদুস সালেহীন সুমন–শাকিব চৌধুরী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে নব্য যুবদল নেতা মিনহাজ মিঠু বেপরোয়া 

বন্দরে নব্য যুবদল নেতা  মিনহাজ মিঠু আবারো  বেপরোয়া হয়ে উঠেছে। তার একের পর এক অনৈতিক কর্মকান্ডে ফুঁসে  উঠেছে  সাধারন জনগন।

মহানগর যুবদলে কতিপয় নেতার ছত্র ছায়ায় বন্দরে বিভিন্ন স্থানে একের পর এক অঘটন ঘটিয়ে নানা ভাবে বিতর্কিত হয়ে পরেছে ওই নব্য নেতা মিনহাজ মিঠু। তাকে থামানো জরুরি বলে মন্তব্য করেছে বন্দরে সচেতন মহল।

এর ধারাবাহিকতা মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায়  বন্দর থানার ২২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাপ্পী ইন্ধনে বন্দর থানার নব্য যুবদল নেতা মিনহাজ মিঠুসহ তার সাঙ্গপাঙ্গরা বন্দর থানার লেজারার্স ৫নং গল্লি এলাকায় জনৈক কাজী জহিরের ক্রয়কৃত পরিতক্ত একটি প্লট দখল করে বাউন্ডারি দেয়াল দেওয়ার ব্যার্থ চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। 

এ ব্যাপারে জায়গার মালিক কাজী জহির গনমাধ্যমকে জানায়, আমি দীর্ঘ দিন ধরে  শারীরিক সমস্যা ভূগতেছি। বন্দর লেজারার্স ৫নং গল্লিস্থ একটি  প্লট ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ দিন ভোগ দখলে নিয়জিত রয়েছি।

এর ধারাবাহিকতা  মঙ্গলবার সকাল ১০টায় যুবদল নেতা রেলী আবাসিক এলাকার বাসিন্দা বাপ্পী পাঠানের ইন্ধনে নব্য যুবদল নেতা  মিনহাজ মিঠুসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী আমার ক্রয়কৃত প্লটে বেআইনি ভাবে অনাধিকার প্রবেশ করে উক্ত প্লটটি দখল করার জন্য ইট দিয়ে বাউন্ডারি দেয়াল নির্মানের পাঁয়তারা করে।

পরে  খবর পেয়ে বন্দর থানা যুবদলের স্থানীয় নেতারা দ্রুত ঘটনাস্থলে এসে প্লট দখল কাজে বাধা প্রদান করিলে ওই সময় উল্লেখিত দখলবাজরা ঝামেলা এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত নব্য যুবদল নেতা মিনহাজ মিঠু সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে মহানগর যুবদলের  কতিপয় কয়েকজন নেতা ছত্রছায়ায় নব্য যুবদল নেতা মিনহাজ মিঠু বেপরোয়া হয়ে উঠেছে। সে বন্দরে বিভিন্ন স্থানে সাধারন লোকজনের কাছ থেকে  চাঁদা দাবি ও চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায়  থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ