৯ ম্যাচ পর অস্ট্রেলিয়ার হার, ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে জয় দক্ষিণ আফ্রিকার
Published: 12th, August 2025 GMT
ডেভাল্ড ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরির কাছেই হেরে গেল অস্ট্রেলিয়া। নিজেদের রেকর্ড টানা নয়টি টি-টোয়েন্টি জয়ের পর হারের স্বাদ পেল অস্ট্রেলীয়রা। ডারউইনে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।
‘বেবি এবি’ ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২১৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় অস্ট্রেলিয়া ১৭.
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডেভিড আজ ব্যাটিংয়ে নামেন চতুর্থ ওভারে দল ২৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর। অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে তৃতীয় উইকেটে ২২ বলেই ৪৮ রান যোগ করেন ডেভিড। ১৩ বলে ২২ রান করে মার্শের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ১৫ বলে আরও ২৭ রান যোগ করেন ডেভিড।
আজ ২৪ বলে ৫০ রান করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডউৎস: Prothomalo
কীওয়ার্ড: র র কর ড
এছাড়াও পড়ুন:
বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগেচালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’
দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’