ডেভাল্ড ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরির কাছেই হেরে গেল অস্ট্রেলিয়া। নিজেদের রেকর্ড টানা নয়টি টি-টোয়েন্টি জয়ের পর হারের স্বাদ পেল অস্ট্রেলীয়রা। ডারউইনে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।

‘বেবি এবি’ ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২১৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় অস্ট্রেলিয়া ১৭.

৪ ওভারে অলআউট ১৬৫ রানে। দুর্দান্ত ফর্মে থাকা টিম ডেভিডের বিদায়ের পরই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকেরা।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডেভিড আজ ব্যাটিংয়ে নামেন চতুর্থ ওভারে দল ২৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর। অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে তৃতীয় উইকেটে ২২ বলেই ৪৮ রান যোগ করেন ডেভিড। ১৩ বলে ২২ রান করে মার্শের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ১৫ বলে আরও ২৭ রান যোগ করেন ডেভিড।

আজ ২৪ বলে ৫০ রান করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র কর ড

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ