ডেভাল্ড ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরির কাছেই হেরে গেল অস্ট্রেলিয়া। নিজেদের রেকর্ড টানা নয়টি টি-টোয়েন্টি জয়ের পর হারের স্বাদ পেল অস্ট্রেলীয়রা। ডারউইনে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা।

‘বেবি এবি’ ব্রেভিসের রেকর্ড সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২১৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় অস্ট্রেলিয়া ১৭.

৪ ওভারে অলআউট ১৬৫ রানে। দুর্দান্ত ফর্মে থাকা টিম ডেভিডের বিদায়ের পরই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকেরা।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ডেভিড আজ ব্যাটিংয়ে নামেন চতুর্থ ওভারে দল ২৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর। অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে তৃতীয় উইকেটে ২২ বলেই ৪৮ রান যোগ করেন ডেভিড। ১৩ বলে ২২ রান করে মার্শের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ১৫ বলে আরও ২৭ রান যোগ করেন ডেভিড।

আজ ২৪ বলে ৫০ রান করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র র কর ড

এছাড়াও পড়ুন:

বন্দরর মানসিক প্রতিবন্ধী কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ

বন্দরে দিন দুপুরে  ১২ বছরের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন হয়রানি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ভূক্তভোগী কিশোরী মা রুমা বেগম বাদী হয়ে লম্পট শাহাবুদ্দিনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে রোববার (১০ আগস্ট) বেলা ১২টায় বন্দর থানার কোটপাড়াস্থ প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার শম্ভুপুরা এলাকার বাসিন্দা সোহেল মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর কোটপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

গত রোববার বেলা ১২টায় অভিযোগের বাদিনীর মা মমতাজ বেগম ও  মানসিক প্রতিবন্ধী কিশোরী উল্লেখিত ভাড়াটিয়া বাসায় অবস্থান কালে ওই সময় লম্পট শাহাবুদ্দিন মিয়া উক্ত বাসায় প্রবেশ করে এবং মানসিক প্রতিবন্ধী কিশোরীকে কোলে করে প্রতিবেশী সুমা বেগমের বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক স্পর্শকাতর জায়গায় হাত দিযে যৌন হয়রানি করে।

পরে ভূক্তভোগী কিশোরী বিষয়টি তার পিতা/ মাতাকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 
 

সম্পর্কিত নিবন্ধ