এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়
Published: 13th, August 2025 GMT
গত মৌসুমে শিরোপাহীন বছর কাটানো রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে ফিরেছে নতুন উদ্দীপনায়। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যাওয়া দলটি এবার জাবি আলোনসোর অধীনে ট্রফি ঘরে তোলার মিশন শুরু করেছে জাঁকজমকপূর্ণ জয় দিয়ে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওনে প্রস্তুতিমূলক একমাত্র ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪–০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলের সঙ্গে আক্রমণভাগে ছিলেন নিরন্তর হুমকি। বাকি দুটি গোল এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগোর পা থেকে।
নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচেই সুযোগ পেয়েছেন রিয়ালের গ্রীষ্মকালীন তিন সাইনিং— ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন এবং আলভারো ক্যারেরাস। মাত্র ১০ মিনিটেই মিলিতাওয়ের হেডে এগিয়ে যায় অতিথিরা। তিন মিনিট পর তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলারের নিখুঁত পাস থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২–০ তে।
আরো পড়ুন:
রিয়াল মাদ্রিদে ‘নতুন ১০’: এমবাপ্পের কাঁধে কিংবদন্তির জার্সির ভার
বিশ্বস্ত দেয়াল ২০২৭ পর্যন্ত রিয়ালে, কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস পেয়ে এমবাপ্পে আবারও বল জালে পাঠান। ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এলেও স্বাগতিক গোলরক্ষক তার প্রচেষ্টা রুখে দেন। ম্যাচের ৮২তম মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর স্কোরলাইন দাঁড় করান ৪–০ তে।
এই জয় দিয়ে প্রাক-মৌসুমের সংক্ষিপ্ত প্রস্তুতি শেষ করল রিয়াল। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর গত ৪ আগস্ট তারা অনুশীলনে ফেরে। আগামী ১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৫–২৬ মৌসুমের আসল পরীক্ষা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প
এছাড়াও পড়ুন:
বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগেচালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’
দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’