এমবাপ্পের ঝলকে মৌসুম শুরুর আগে রিয়ালের দুর্দান্ত জয়
Published: 13th, August 2025 GMT
গত মৌসুমে শিরোপাহীন বছর কাটানো রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে ফিরেছে নতুন উদ্দীপনায়। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে থেমে যাওয়া দলটি এবার জাবি আলোনসোর অধীনে ট্রফি ঘরে তোলার মিশন শুরু করেছে জাঁকজমকপূর্ণ জয় দিয়ে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অস্ট্রিয়ার টিভোলি স্টেডিওনে প্রস্তুতিমূলক একমাত্র ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে ৪–০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোস। ম্যাচের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলের সঙ্গে আক্রমণভাগে ছিলেন নিরন্তর হুমকি। বাকি দুটি গোল এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও ও ফরোয়ার্ড রদ্রিগোর পা থেকে।
নতুন মৌসুমের প্রস্তুতি ম্যাচেই সুযোগ পেয়েছেন রিয়ালের গ্রীষ্মকালীন তিন সাইনিং— ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন এবং আলভারো ক্যারেরাস। মাত্র ১০ মিনিটেই মিলিতাওয়ের হেডে এগিয়ে যায় অতিথিরা। তিন মিনিট পর তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলারের নিখুঁত পাস থেকে এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২–০ তে।
আরো পড়ুন:
রিয়াল মাদ্রিদে ‘নতুন ১০’: এমবাপ্পের কাঁধে কিংবদন্তির জার্সির ভার
বিশ্বস্ত দেয়াল ২০২৭ পর্যন্ত রিয়ালে, কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস পেয়ে এমবাপ্পে আবারও বল জালে পাঠান। ৭১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এলেও স্বাগতিক গোলরক্ষক তার প্রচেষ্টা রুখে দেন। ম্যাচের ৮২তম মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো এমবাপ্পের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর স্কোরলাইন দাঁড় করান ৪–০ তে।
এই জয় দিয়ে প্রাক-মৌসুমের সংক্ষিপ্ত প্রস্তুতি শেষ করল রিয়াল। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর গত ৪ আগস্ট তারা অনুশীলনে ফেরে। আগামী ১৯ আগস্ট লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ২০২৫–২৬ মৌসুমের আসল পরীক্ষা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ উর্মি খাতুনের (৩০) মরদেহ উদ্ধারের অভিযোগে স্বামী আবু বক্কর সিদ্দিক রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মজমপুর গেট এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
আরো পড়ুন:
সিলেটে ছুকিরাঘাতে মাদরাসা শিক্ষক নিহত
চাঁদপুরে সন্ত্রাসীদের গুলিতে রিকশাচালক নিহত
এর আগে, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে উর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মন্ডলের মেয়ে। প্রায় ৫ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তারা কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিটি কলেজের সামনে একটি কাপড় ও খাবারের দোকান পরিচালনা করতেন।
নিহতের ভাই আবু সাইদ অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই রানা মাদকাসক্ত ছিলেন এবং এ কারণে একাধিকবার কারাগারে যান। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এ থেকেই ঝগড়া-বিবাদের জেরে মারধর ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে।”
ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করেছেন, স্ত্রীর পরকীয়ার সন্দেহে তিনি ক্ষিপ্ত ছিলেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রানা উর্মিকে মারধর করে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি বাইরে থেকে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।
ঢাকা/কাঞ্চন/মেহেদী