রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জের ধরে মারধরের পর জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) মারা যান। তিনি দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। নিহত যুবকের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। কিন্তু ঘটনার ১০ মাসেও মামলার তদন্ত শেষ হয়নি।

পুলিশ সূত্র বলছে, মারধরের ভিডিওর যে ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটির ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআর গায়েব করা হয়েছে। সেটা এখনো উদ্ধার করা যায়নি। এটা উদ্ধার হলে এ হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটিত হবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মারধরের ভিডিওর ফুটেজ উদ্ধার না হলেও মামলার বাদীর বাসার সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করা হয়েছে। সেটার ফরেনসিকের জন্য আদালতের মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো হয়েছে। তবে সিআইডি থেকে এখনো প্রতিবেদন আসেনি।

হাতিরঝিল থানা–পুলিশের পর মামলাটি এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো.

জাকারিয়া আলম প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে তাঁকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদীর সঙ্গে কথা হয়েছে, তদন্তকাজ চলছে।

গত বছরের ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের বক্ল-ডির নির্মাণাধীন ভবনের অষ্টম তলার করিডরে জমির মালিক সুলতান আহমেদ ও তাঁর ছেলে ও আবাসন প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে হাতাহাতি হয়। বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলায় জমির মালিকের ছেলে তানজিল আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

ঘটনার এক দিন পর হাতিরঝিল থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনকে। মামলায় তিন নম্বর আসামি করা হয় প্লিজেন্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নেতা শেখ রবিউল আলমকে। এ ঘটনার পর গত বছরের ১৪ অক্টোবর বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমের সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিবিআইয়ে হস্তান্তরের আগে মামলাটি তদন্ত করেছে হাতিরঝিল থানা–পুলিশ। হাতিরঝিল থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই আরাফাত বিন ইউসুফ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের অনেকেই এখন জামিনে রয়েছেন।

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব ছিল আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে জমির মালিক সুলতান আহমেদের। তবে মামলায় প্রধান আসামি করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনকে। আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁর শ্বশুরের কেনা একটি ফ্ল্যাটে বসবাস করতেন তিনি। মোহাম্মদ মামুন প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাট নিয়ে জমির মালিকের সঙ্গে আবাসন প্রতিষ্ঠানের ঝামেলা। ঘটনার সময় আমি আমার ফ্ল্যাটের ভেতরে ছিলাম। কিন্তু মামলায় আমাকে আসামি করা হয়েছে। পরে আমার শ্বশুরের ফ্ল্যাটটিও জোর করে দখল করে নেওয়া হয়েছে।’ তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও তাঁর বাসার ক্যামেরার। ঘটনার দিন বাসার দরজা ভেঙে সিসি ক্যামেরার ডিভিআর জোর করে নিয়ে গেছে। এরপর তাঁকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ ডিভিআরটি উদ্ধার করলে এ হত্যা মামলার রহস্য বেরিয়ে আসবে। এই ডিভিআর উদ্ধারে তাঁর স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে আদালতে অপর একটি মামলা করেছেন।

ছেলে হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী নিহতের বাবা সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তদন্তের সর্বশেষ অগ্রগতি তিনি জানেন না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল ক তদন ত কর ড ভ আর ঘটন র

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • গোপালগঞ্জে আরো দুই মামলায় আসামি ৫৫২
  • পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা
  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট
  • সফটওয়্যার কোম্পানির টাকায় যক্ষ্মা সম্মেলনে