কানাডার আন্তর্জাতিক উৎসবে ‘নয়া মানুষ’
Published: 13th, August 2025 GMT
বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ জায়গা করে নিয়েছে কানাডার অষ্টম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত উৎসবটি ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সিনেমাটির নির্মাতা সোহেল রানা বয়াতি জানান, ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়।
সোহেল রানা বয়াতি বলেন, “নয়া মানুষ’ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে, সেটি দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের দর্শকের অন্তরে জায়গা করে নেবে।”
আরো পড়ুন:
শ্রীদেবীর অজানা পাঁচ
অভিনেত্রী বাসন্তীকে ‘মুক্তি দিল’ মৃত্যু
আ.
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চারুকলায় বর্ষা উৎসব ঘিরে প্রাণের মেলা
বর্ষার আবহে ঢাকার চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হলো নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা’।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৃত্যশিল্পী অর্থী আহমেদের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানটি আয়োজন করে অর্থী আহমেদ ডান্স একাডেমি।
গত ৮ আগস্ট খোলা আকাশের নিচে মঞ্চস্থ এই পরিবেশনায় অংশ নেন ১৮ থেকে ৭০ বছর বয়সী মোট ১১০ জন শিল্পী। তাদের মধ্যে ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, গৃহিণী ও শিক্ষার্থীসহ নানা পেশার এবং লিঙ্গের মানুষ।
আয়োজকরা জানান, ‘ঘনঘটা’ কেবল একটি নৃত্যপ্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব—যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়। গ্ল্যামারের বাহুল্য এড়িয়ে, প্রকৃতির সান্নিধ্যে অনুষ্ঠিত এ পরিবেশনায় ফুটে উঠেছে আবেগ, সতেজ সৌন্দর্য ও নিবিড় অনুভব।
অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা কেউ পেশাদার নৃত্যশিল্পী নন; বরং নিছক শখ থেকেই নাচের প্রতি তাদের এই ভালোবাসা। আয়োজকদের ভাষায়, সমাজের চিরাচরিত ধারণা ভেঙে নিজের ইচ্ছেগুলোকে মুক্তি দেওয়ার উৎসবই ছিল ‘ঘনঘটা’।
ঢাকা/সুমি/ইভা