বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। ‘মেলা’খ্যাত অভিনেতা ফয়সালের ক্যারিয়ার কালের আঁধারে হারিয়ে গেছে। এজন্য আমির খানকে দায়ী করেছেন। প্রভাবশালী আমিরের ভয়ে তাকে কেউ কাজের সুযোগ দেননি বলেও অভিযোগ তার।

বলিউড বাদশা শাহরুখ খান, সাইফ আলী খান, সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রযোজক আদিত্য চোপড়াসহ অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কাজ পাননি ফয়সাল খান।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল খান বলেন, “বলিউডের বড় ও ছোট তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমি ভাবলাম, যারা আমিরের আশেপাশে আছে তারা তো ওকে উসকাচ্ছে। তাই আমি এমন কিছু লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, যাদের সঙ্গে আমির আগেও কাজ করেছে।”

আরো পড়ুন:

গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন

শ্রীদেবীর অজানা পাঁচ

প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। কিন্তু দেখা করার অনুমতি পাননি। ফয়সাল বলেন, “আমি আদিত্য চোপড়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। যশরাজ ফিল্মসের বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরে আদিত্য চোপড়ার জন্য একটা চিঠি রেখে এসেছিলাম।”

শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তা স্মরণ করে ফয়সাল বলেন, “আমি শাহরুখ খানকে ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম। উনি আমাকে গুরুত্ব দেননি। আমি মান্নাতের (শাহরুখের বাড়ি) বাইরে দাঁড়িয়েছিলাম।”

ফয়সাল মনে করেন, তারকারা আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছিলেন। কারণ আমির একজন প্রভাবশালী ব্যক্তি। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমির খুবই পাওয়ারফুল। তারা ভাবছিলেন, আমি হয়তো পাগলই হবো। কারণ আমির তো তাই বলেছে। আমির খান পারফেকশনিস্ট বলে কথা। ওরা আমিরের কথাই বিশ্বাস করেছে।”

সংগ্রামের দিনগুলোতে ফয়সাল খান চলচ্চিত্র ফেরার চেষ্টা করেছিলেন। আরবাজ খানের সঙ্গে কথাও বলেছিলেন, সালমান খানের সঙ্গে দেখা করানোর অনুরোধ করেন। কিন্তু আরবাজ তাকে ‘না’ করে দেন। ফয়সাল বলেন, “সালমান তখন ‘দাবাং’ এবং অন্যান্য কাজে নিয়ে খুব ব্যস্ত ছিলেন।” 

তাছাড়া ফয়সাল যোগাযোগের চেষ্টা করেছিলেন সাইফ-কারিনার সঙ্গে। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমি জানি না সালমান পর্যন্ত বার্তাটা পৌঁছেছিল কি না! কিন্তু আমি চেষ্টা করেছিলাম। একটি প্রজেক্টে কাস্ট করানোর জন্য সাইফ ও কারিনাকেও বার্তা দিয়েছিলাম। কিন্তু তাদের সেক্রেটারি কোনো সাড়া দেননি।”

মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন ফয়স ল খ ন কর ছ ল ম কর ছ ল ন ন ফয়স ল আম র র আম র খ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে যুবক‌কে হত‌্যা

বগুড়ায় অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাসেল (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ার মো. আবু বক্করের ছেলে।
পুলিশ ও নিহ‌তের প‌রিবার সূত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার মধ্যরাতে রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায় ওই কি‌শোর। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রা‌সে‌লের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর। 

গুরুতর আহত অবস্থায় রাসেলের পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই এক কিশোরকে আমরা আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, রাসেল এবং সে দুজনেই অনলাইনে জুয়া খেলত। জুয়া খেলার টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে।”

ওসি জানান, অভিযুক্তকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত নিবন্ধ