বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ভাই ফয়সাল খান। ‘মেলা’খ্যাত অভিনেতা ফয়সালের ক্যারিয়ার কালের আঁধারে হারিয়ে গেছে। এজন্য আমির খানকে দায়ী করেছেন। প্রভাবশালী আমিরের ভয়ে তাকে কেউ কাজের সুযোগ দেননি বলেও অভিযোগ তার।

বলিউড বাদশা শাহরুখ খান, সাইফ আলী খান, সালমান খান, অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রযোজক আদিত্য চোপড়াসহ অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কাজ পাননি ফয়সাল খান।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল খান বলেন, “বলিউডের বড় ও ছোট তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমি ভাবলাম, যারা আমিরের আশেপাশে আছে তারা তো ওকে উসকাচ্ছে। তাই আমি এমন কিছু লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, যাদের সঙ্গে আমির আগেও কাজ করেছে।”

আরো পড়ুন:

গায়ক আতিফ আসলামের বাবা মারা গেছেন

শ্রীদেবীর অজানা পাঁচ

প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। কিন্তু দেখা করার অনুমতি পাননি। ফয়সাল বলেন, “আমি আদিত্য চোপড়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। যশরাজ ফিল্মসের বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। পরে আদিত্য চোপড়ার জন্য একটা চিঠি রেখে এসেছিলাম।”

শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ফয়সাল। তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। তা স্মরণ করে ফয়সাল বলেন, “আমি শাহরুখ খানকে ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম। উনি আমাকে গুরুত্ব দেননি। আমি মান্নাতের (শাহরুখের বাড়ি) বাইরে দাঁড়িয়েছিলাম।”

ফয়সাল মনে করেন, তারকারা আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছিলেন। কারণ আমির একজন প্রভাবশালী ব্যক্তি। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমির খুবই পাওয়ারফুল। তারা ভাবছিলেন, আমি হয়তো পাগলই হবো। কারণ আমির তো তাই বলেছে। আমির খান পারফেকশনিস্ট বলে কথা। ওরা আমিরের কথাই বিশ্বাস করেছে।”

সংগ্রামের দিনগুলোতে ফয়সাল খান চলচ্চিত্র ফেরার চেষ্টা করেছিলেন। আরবাজ খানের সঙ্গে কথাও বলেছিলেন, সালমান খানের সঙ্গে দেখা করানোর অনুরোধ করেন। কিন্তু আরবাজ তাকে ‘না’ করে দেন। ফয়সাল বলেন, “সালমান তখন ‘দাবাং’ এবং অন্যান্য কাজে নিয়ে খুব ব্যস্ত ছিলেন।” 

তাছাড়া ফয়সাল যোগাযোগের চেষ্টা করেছিলেন সাইফ-কারিনার সঙ্গে। এ বিষয়ে ফয়সাল বলেন, “আমি জানি না সালমান পর্যন্ত বার্তাটা পৌঁছেছিল কি না! কিন্তু আমি চেষ্টা করেছিলাম। একটি প্রজেক্টে কাস্ট করানোর জন্য সাইফ ও কারিনাকেও বার্তা দিয়েছিলাম। কিন্তু তাদের সেক্রেটারি কোনো সাড়া দেননি।”

মাত্র ৩ বছর বয়সে বলিউড সিনেমায় প্রথম অভিনয় করেন ফয়সাল খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমায় অভিনয় করেন। তারপর ‘মেলা’, ‘দুশমনি’, ‘ডেঞ্জার’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। তবে অভিনয়ে এখন নিয়মিত নন ফয়সাল। ২০২২ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ‘ওপান্ডা’ সিনেমা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন ফয়স ল খ ন কর ছ ল ম কর ছ ল ন ন ফয়স ল আম র র আম র খ

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ