‎অটো রিক্সার সাথে মোটরসাইকেলে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার মামুনুর রহমান ও সাংবাদিক মাসুদ রানা রনি। 

‎বৃহস্পতিবার (‎১৪ আগষ্ট) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসক কার্যালয়ের প্রদান গেটের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপার এক সময় উল্টো পথে একটি ইজিবাইক এসে তাদের উপর উঠিয়ে দেয়। 

এতে গুরুত্বর আহত হন এই দুই সাংবাদিক। পরে স্থানীয়দের সহযোগিতা নিকটস্থ খানপুর হাসপাতালে ইমারজেন্সি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

‎‎তাৎক্ষণিক এই খবর পেয়ে তাঁরা সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু।  

‎‎এসময় তারা আহত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।  

‎এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ মহানগরের বিভিন্ন নেতকর্মীরা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী অটোরিকশাটি মদনপুর থেকে বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সেটি তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। তাদের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসের ধাক্কায় ৪ যাত্রী নিহতের ঘটনায় চালক রিমান্ডে 

আহত হয়েছেন—কুমিল্লার বাসিন্দা রাবেয়া (৬০), অটোরিকশার চালক আবুল বাশার (৪৫), এক অজ্ঞাতপরিচয় পুরুষ, এক অজ্ঞাতপরিচয় নারী এবং এক অজ্ঞাতপরিচয় শিশু।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেছেন, বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে, ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২