জিসান আলম ঝোড়ো শুরু করেছিলেন আগের ম্যাচেও। তবে তা শেষ পর্যন্ত আর জয়ের আনন্দে রাঙেনি। তবে জিসানের ব্যাটে ভর করে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ‘এ’। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর আজ ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’।  জিসানের ঝোড়ো ইনিংসের পর ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় তাঁরা, সেটি যথেষ্ট হয়েছে জয়ের জন্য।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার পাওয়ার প্লেতে ৫৩ রান এনে দেন। যদিও পরের ওভারেই ১৮ বলে ২৫ রান করে লামিচানের বলে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ নাঈম, ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি।

আরেক প্রান্তে ঝোড়ো ব্যাটিং করা জিসান ৩৪ বলে ফিফটি তুলে নেন। তিনিও যদিও ফিরেছেন দ্রুতই। ৪৬ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। আফিফ হোসেন ছাড়া বাংলাদেশের পরের ব্যাটসম্যানরা কেউই শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি, ভালো শুরুর পরও তাই দলের রান দুইশ ছাড়ায়নি।

ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন জিসান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ