জিসান আলম ঝোড়ো শুরু করেছিলেন আগের ম্যাচেও। তবে তা শেষ পর্যন্ত আর জয়ের আনন্দে রাঙেনি। তবে জিসানের ব্যাটে ভর করে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ‘এ’। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর আজ ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’।  জিসানের ঝোড়ো ইনিংসের পর ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় তাঁরা, সেটি যথেষ্ট হয়েছে জয়ের জন্য।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার পাওয়ার প্লেতে ৫৩ রান এনে দেন। যদিও পরের ওভারেই ১৮ বলে ২৫ রান করে লামিচানের বলে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ নাঈম, ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি।

আরেক প্রান্তে ঝোড়ো ব্যাটিং করা জিসান ৩৪ বলে ফিফটি তুলে নেন। তিনিও যদিও ফিরেছেন দ্রুতই। ৪৬ বলের ইনিংসে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। আফিফ হোসেন ছাড়া বাংলাদেশের পরের ব্যাটসম্যানরা কেউই শুরুর ছন্দ ধরে রাখতে পারেননি, ভালো শুরুর পরও তাই দলের রান দুইশ ছাড়ায়নি।

ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন জিসান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ