ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
Published: 16th, August 2025 GMT
খ্যাতিমান সাহিত্য সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা নারায়ণগঞ্জ জলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে।
শনিবার সমাপণী দিনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।
অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘের পদকপ্রাপ্ত চিত্রশিল্পী এস এ মালেক,নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুম,প্রখ্যাত ছড়াকার নজরুল ইসলাম শান্তু ও কবি শাহানা মান্নান বুলবুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের উপস্থাপক রোকসানা রহমান সামিয়া,এ্যাড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে পূর্ব দেলপাড়া ও ভুইগড় এলাকায় দিনব্যাপী এই অভিযান চলে।
অভিযানে ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করাসহ তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোহাগ পলিথিনকে ১ লাখ টাকা জরিমানা, আল মদিনাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ টন পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমারকে ১ লাখ টাকা ও আজাদ প্যাকেজিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে ইতিমধ্যে কয়েকটি কারখানায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।