Risingbd:
2025-10-03@01:20:55 GMT

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়

Published: 17th, August 2025 GMT

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়

কেভিন ডি ব্রুইনের বিদায়ের পর ম্যানসিটির সমর্থকরা হয়তো শূন্যতা অনুভব করছিলেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই সেই অভাব কিছুটা হলেও পূরণ করে দিয়েছেন ডাচ মিডফিল্ডার টিজানি রেইন্ডার্স। এসি মিলান থেকে আসা এই তরুণ অভিষেকেই উজ্জ্বল হয়ে উঠলেন উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে।

রেইন্ডার্স মাঝমাঠে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন দারুণ দক্ষতায়। শুধু গোলই করেননি, সতীর্থদেরও গোল করিয়েছেন তিনি। সের্হিয়ো আগুয়েরোর পর প্রথম খেলোয়াড় হিসেবে সিটির হয়ে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্ট দুটোতেই নাম লেখালেন এই ডাচ তারকা।

তাকে ঘিরে প্রশংসার ঝড় তুলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরার। তার ভাষায়, “রেইন্ডার্স মাঠে প্রায় নিখুঁত ছিলেন। খেলার রাশ ছিল পুরোপুরি তার নিয়ন্ত্রণে। প্রতিপক্ষের জন্য ওকে সামলানো হবে সত্যিকারের দুঃস্বপ্ন।”

আরো পড়ুন:

গোলবন্যায় শেষ ষোলোতে ম্যানসিটি

১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে

স্ট্যাটসে চোখ রাখলেও সিটির প্রাধান্য স্পষ্ট। পুরো ম্যাচে বল দখলে ছিল প্রায় ৫৯ শতাংশ। গোলমুখে ১৫ বার আক্রমণ করে ৪ বার বল পাঠিয়েছে জালে। অপরদিকে উলভসের ৯ শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।

হলান্ড নিজের ধারা বজায় রেখে জোড়া গোল করেছেন, টানা চার মৌসুমের প্রথম ম্যাচেই গোল করার কীর্তি ধরে রেখেছেন নরওয়েজিয়ান তারকা। বাকি দুই গোল করেছেন নবাগত রেইন্ডার্স ও তরুণ রায়ান শেরকি।

গোলগুলোর ক্রমও ছিল নজরকাড়া। ম্যাচের ৩৪ মিনিটে রেইন্ডার্সের তৈরি আক্রমণ থেকে লুইসের ক্রসে হলান্ডের প্রথম গোল। তিন মিনিট পরই অস্কার ববের পাস থেকে রেইন্ডার্স পেলেন নিজের অভিষেক গোল। দ্বিতীয়ার্ধে আবারও রেইন্ডার্সের পাস থেকে হলান্ডের জোড়া গোল। আর শেষ দিকে শেরকির নিখুঁত শটে ম্যাচের শেষ বাঁধ ভাঙে।

তবে জয় সত্ত্বেও কোচ পেপ গার্দিওলা কিছুটা অস্বস্তির কথা জানালেন। তার মতে, “দলের গভীরতা দরকার, কিন্তু এত বেশি খেলোয়াড় একসাথে রাখাও সমস্যার। আগামী দুই সপ্তাহে খেলোয়াড় ও এজেন্টদের সঙ্গে আলোচনা করে এর সমাধান বের করতেই হবে।”

ম্যানসিটির মৌসুমের শুরুটা তাই শুধু বড় জয়েই সীমাবদ্ধ নয়, নতুন নায়ক রেইন্ডার্সের উত্থানেও রঙিন হয়ে উঠেছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল র ইন ড র স র প রথম গ ল কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ