বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মো. আক্তার হোসেন বলেন, আহমেদ আকবর সোবহান দেশে প্রায় ৬৭ কোটি ৫০ লাখ টাকার বেশি স্থাবর সম্পদ ও ১৮৪ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫২ কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, এই সম্পদ তাঁর বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। তাঁর স্ত্রী আফরোজা বেগম দেশে প্রায় ১১৭ কোটি টাকার স্থাবর ও ৩৩৫ কোটি টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন।

আক্তার হোসেন আরও বলেন, স্বামী–স্ত্রী দুজনই বিপুল অর্থ বিদেশে পাচার করে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণ করেন। এ ছাড়া সুইজারল্যান্ডের লুগানো শহরে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অব ম্যান দ্বীপে নিবন্ধিত কোম্পানির নামে ব্যাংক হিসাব খুলে অর্থ পাচারের তথ্যও দুদকের হাতে এসেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁদের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

দুদক এরই মধ্যে এ বিষয়ে একটি যৌথ অনুসন্ধান ও তদন্তকারী দল গঠন করেছে। এই দলে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা (দলনেতা), সহকারী পরিচালক সাজিদ উর রোমান ও মাহমুদুল হাসান ভূঁইয়া ছাড়া সিআইডি, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আছেন। দলটির কার্যক্রম তদারক করছেন দুদকের পরিচালক (মানি লন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ বর র চ লক

এছাড়াও পড়ুন:

এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা

রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন হাবিবুর রহমানের। কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টিতে এক ওভারের বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের সেই রেকর্ডটায় অবশ্য আকবর আলীর অবদানই বেশি।

আজ বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শেষ ওভারে শেষ ৫ বলেই ছক্কা মেরেছেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে আকবরকে স্ট্রাইক দেন হাবিবুর। সব মিলিয়ে ওঠে এক ওভারে ৩১ রান, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের নতুন রেকর্ড।

আগের রেকর্ডটা ছিল ৩০ রানের। দুবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ওভারে ৩০ রান করেছেন।

প্রথম ঘটনাটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার ওশান টমাসের করা ওভারে লিটন ২১ রান ও সৌম্য ৬ রান নেন, ৩ রান আসে অতিরিক্ত থেকে। ওভারের প্রথম ছক্কা মারেন লিটন, দ্বিতীয় বলে কোনো রান হয়নি, তৃতীয় বলে চার মারা লিটন চতুর্থ বলে রান নেননি। নো বল হওয়া পঞ্চম বলে চার মারেন লিটন। পরের বলে ফ্রি হিটে আরেকটি ছক্কা লিটনের। টমাস পরের বলটা করলেন ওয়াইড। পরের বলটা আবার নো, এবার ১ রান লিটনের। ফ্রি হিট শেষ বলটায় ছক্কা মেরে দেন সৌম্য।

আরও পড়ুন১৪ বলে ফিফটি, ৩৫ বলে ১০০, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হাবিবুরের৫ ঘণ্টা আগেসর্বশেষ বিপিএলে শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জেতানোর পর নুরুল হাসান

সম্পর্কিত নিবন্ধ

  • পাওনা দিতে পারলে শিল্পটা আজ হারিয়ে যেত না: জয়া
  • এক ওভারে ৩১ রান, এমন কিছু আগে দেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা