বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর স্ত্রী আফরোজা বেগমের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মো. আক্তার হোসেন বলেন, আহমেদ আকবর সোবহান দেশে প্রায় ৬৭ কোটি ৫০ লাখ টাকার বেশি স্থাবর সম্পদ ও ১৮৪ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫২ কোটি টাকা। অভিযোগ অনুযায়ী, এই সম্পদ তাঁর বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। তাঁর স্ত্রী আফরোজা বেগম দেশে প্রায় ১১৭ কোটি টাকার স্থাবর ও ৩৩৫ কোটি টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪৫৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন।

আক্তার হোসেন আরও বলেন, স্বামী–স্ত্রী দুজনই বিপুল অর্থ বিদেশে পাচার করে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণ করেন। এ ছাড়া সুইজারল্যান্ডের লুগানো শহরে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অব ম্যান দ্বীপে নিবন্ধিত কোম্পানির নামে ব্যাংক হিসাব খুলে অর্থ পাচারের তথ্যও দুদকের হাতে এসেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারা অনুযায়ী তাঁদের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

দুদক এরই মধ্যে এ বিষয়ে একটি যৌথ অনুসন্ধান ও তদন্তকারী দল গঠন করেছে। এই দলে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা (দলনেতা), সহকারী পরিচালক সাজিদ উর রোমান ও মাহমুদুল হাসান ভূঁইয়া ছাড়া সিআইডি, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আছেন। দলটির কার্যক্রম তদারক করছেন দুদকের পরিচালক (মানি লন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ বর র চ লক

এছাড়াও পড়ুন:

নিজের খেলার উন্নতির জন‌্য লেভেল-২ কোচিং কোর্স কমপ্লিট আকবরের

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ ‘এ’ দল গিয়েছে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে। এর আগে তাদের ক‌্যাম্প হয়েছে চট্টগ্রামে। সঙ্গে বিসিবির হাই পারফরম‌্যান্স ইউনিটের ক‌্যাম্পও চলেছে। কোথাও ছিলেন না আকবর।

সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজের ব‌্যক্তিগত ছবি পোস্ট করে আকবর ধারনা দিয়েছিলেন, স্ত্রীকে নিয়ে যুক্তরাজ‌্যে অবস্থান করছেন। তাই ক্রিকেট থেকে দূরে। তবে ক্রিকেট থেকে তিনি দূরে ছিলেন না।

ফাঁকা সময়ে নিজের ক্রিকেট দক্ষতা বাড়ানো এবং খেলার গভীরতা সম্পর্কে ধারণার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে লেভেল-২ কোচিং সার্টিফিকেশন সম্পন্ন করেছেন আকবর। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আকবর এই খবর নিশ্চিত করেছেন।

লেভেল-২ সার্টিফিকেটের ছবি পোস্ট করে আকবর লিখেছেন, ‘‘আমি সবসময়ই খুব ছোটবেলা থেকেই এটা করতে চেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও বেড়ে উঠতে সাহায্য করবে। এই কোর্সটি সম্পন্ন করার জন্য বিসিবি এবং ইসিবির সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।’’

আগামী মাসে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসর। এর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। ২২টি প্রথম শ্রেণি, ৯২টি লিস্ট ‘এ’ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা আকবরকে দেশে ফিরতে হবে শিগগিরিই।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • নিজের খেলার উন্নতির জন‌্য লেভেল-২ কোচিং কোর্স কমপ্লিট আকবরের
  • প্রীতি খেলার শেষে প্রাণঘাতী সংঘর্ষ, সুনামগঞ্জে প্রাণ হারালেন দুজন
  • সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২