লিওনেল মেসির দুর্দান্ত প্রত্যাবর্তন, সন হিউং-মিন পেলেন প্রথম জয়
Published: 17th, August 2025 GMT
ইনজুরি কাটিয়ে ফিরেই জাদু দেখালেন লিওনেল মেসি। রোববার বেঞ্চ থেকে নেমে ৮৪ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয়ের পথে এগিয়ে নেন তিনি। প্রতিপক্ষও যে এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তাতেই ম্যাচের রোমাঞ্চ বেড়ে গিয়েছিল আরও কয়েক গুণ।
৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি মাঠে নামলেন প্রায় দুই সপ্তাহ পর। লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। কোচ হাভিয়ার মাশচেরানো সেটাকে সামান্য মাংসপেশির সমস্যা বলে উল্লেখ করেছিলেন। সেই চোটের কারণেই পুমাস উনামের বিপক্ষে লিগস কাপের জয় ও অরল্যান্ডো সিটির বিপক্ষে এমএলএসের হারের ম্যাচে খেলতে পারেননি তিনি।
শুরুতে ছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধে তেলাস্কো সেগোভিয়ার জায়গায় নেমে আবারও নিজের নাম লেখালেন স্কোরশিটে।
আরো পড়ুন:
মেসি-রোনালদোকেও ছাড়িয়ে গেলেন সন, গড়লেন নতুন রেকর্ড
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
ম্যাচের ৪৩ মিনিটে ইন্টার মায়ামির হয়ে প্রথম গোল করেন জর্ডি আলবা। ৫৯ মিনিটে গ্যালাক্সির জোসেফ পেইন্টসিল সমতা ফেরান। ৮৪ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ।
এ মৌসুমে এমএলএসে মেসির ঝুলিতে ইতোমধ্যেই ১৯ ম্যাচে ১৯ গোল ও ১০টি অ্যাসিস্ট জমা হলো। গত মৌসুমে দলে যোগ দিয়েই মায়ামিকে লিগস কাপ জেতানো মেসি এবারও শিরোপা লড়াইয়ে রেখেছেন দলকে। ইতোমধ্যেই তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে বুধবার মুখোমুখি হবে মেক্সিকান ক্লাব টাইগ্রেসের।
এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি বর্তমানে চতুর্থ স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে আছে আরও তিন ম্যাচ।
অন্য প্রান্তে সন হিউং-মিনের হাসি:
দক্ষিণ কোরিয়ান তারকা ও টটেনহামের সাবেক স্ট্রাইকার সন হিউং-মিনও পেলেন এমএলএসে নিজের প্রথম জয়। নিউ ইংল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ২-০ গোলে জেতে। আর ম্যাচে শুরু থেকেই নামেন সন।
এমএলএস অভিষেক হয়েছিল আগের সপ্তাহে, তবে সেটা ছিল বদলি হিসেবে এবং ম্যাচও শেষ হয়েছিল ড্রতে। এবার মূল একাদশে নেমে দলের দ্বিতীয় গোলের অ্যাসিস্ট দিয়ে আলো কাড়লেন তিনি। ম্যাচের ৯৫ মিনিটে সনের পাস থেকে গোল করেন মাতিয়ু শোইনিয়েরে। এর আগে ৫১ মিনিটে মার্কো ডেলগাডো প্রথম গোল এনে দিয়েছিলেন এলএএফসিকে।
ওয়েস্টার্ন কনফারেন্সে এলএএফসি এখন পঞ্চম স্থানে। শীর্ষে থাকা সান দিয়েগোর চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। তবে হাতে আছে বাড়তি দুটি ম্যাচ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর প রথম
এছাড়াও পড়ুন:
বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগেচালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’
দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’