বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর স্বল্পেরচক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনী (৩৬) একই সালেনগর এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াছিন (৩২)|

লাউসার এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার হোসেন (৪২) বন্দর রেললাইন এলাকার রাকিব ওরফে রাকিল মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী আরমান (২৪) ও সোনাকান্দা এলাকার ফজল করিম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী বাদল (৪০)। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র

এছাড়াও পড়ুন:

স্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করতে নামে। সঞ্জু স্যামসনের ফিফটিতে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। জিততে ওমানকে করতে হবে ১৮৯ রান।

ভারতের মতো দল ওমানের বিপক্ষে ৮ উইকেট হারাবে সেটা কেউ ভাবেনি। ভারতের যে দশজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের পাঁচজন কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে স্যামসন ৪৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৫৬ রান করেন।

আরো পড়ুন:

ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন

প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?

উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ১৫ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। আর অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। যা তিনি করেন মাত্র ১৩ বলে ৩টি চার ও ১ ছক্কায়। হরশিত রানা ১ ছক্কায় করেন ১৩ রান। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৩ রান।

বল হাতে শাহ ফয়সাল ৪ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। জিতেন রামানন্দি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। আর আমির কালিম ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

ভারত আগেই সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে ওমান বিদায় নিয়েছে। এই ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ