চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

নিহত ব্যক্তির নাম আবু ছালেহ (৩৩)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী নিশ্চিত করেছেন।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়। দগ্ধ হন ১০ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চারজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল।

ঢাকায় নেওয়া চারজনের মধ্যে মো.

ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০) নামে গুদামের দুই শ্রমিক গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল ভোরে মারা যান গুদামমালিক মাহাবুবুল আলম (৪৬)। এরপর চিকিৎসাধীন আবু ছালেহরও মৃত্যু হলো।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করতে নগরীতে গণমিছিল

১৫ নভেম্বর-২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ যোহর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মানবজাতির মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী। তার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, নাউজুবিল্লাহ। 

বক্তৃতারা আরও বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবী জানাই। তারা মুসলিম বেশ ধরে ইসরায়েলের ইহুদিদের পক্ষে কাজ করে আসছে। তাই মুসলিম পরিচয়ে তারা সমাজে থাকতে পারে না। আগামী ১৫ই নভেম্বর ঢাকার খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাই। 

পরে গণমিছিলটি ডিআইটি চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুয়ত নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি ইমামুল রশিদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাব্বীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল গণি সহ অন্যান্য ওলামায়ে কেরাম।
 

সম্পর্কিত নিবন্ধ