রাজধানীর শিশু একাডেমির সামনে শিশুর ভাস্কর্য ‘দুরন্ত’র স্থানে এখন একটি কাপড়ের ব্যানার ঝুলছে। সেখানে ‘দুরন্ত’র অস্তিত্ব নেই।

দিনাজপুরের তেভাগা চত্বরে তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকা সাঁওতাল বিদ্রোহের স্মারক সিধু-কানুর ভাঙা ভাস্কর্য থানা-পুলিশের হেফাজতে আছে।

এমন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্তত ২০টি ভাঙা-ক্ষতিগ্রস্ত ভাস্কর্য-ম্যুরালের কোনোটির সংস্কার হয়নি গত এক বছরে। ভাস্কর্যশিল্পীরা বলছেন, এই ভাস্কর্যগুলো দেশের ঐতিহাসিক ও নান্দনিক ঐতিহ্য। তাই এগুলোর সংস্কার জরুরি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ-ক্ষতিগ্রস্ত-গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য-ম্যুরাল আছে। আছে মুক্তিযুদ্ধ, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও প্রসঙ্গের প্রতীকের ভাস্কর্য-ম্যুরাল।

ঢাকার যত ভাস্কর্যরাজধানীর শিশু একাডেমির সামনের এখানে ছিল শিশুর ভাস্কর্য ‘দুরন্ত’। এখন সেখানে একটি কাপড়ের ব্যানার রয়েছে। ছবিটি সম্প্রতি তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ভ স কর য

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন সফল করতে নগরীতে গণমিছিল

১৫ নভেম্বর-২০২৫ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাদ যোহর খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মানবজাতির মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী। তার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, নাউজুবিল্লাহ। 

বক্তৃতারা আরও বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবী জানাই। তারা মুসলিম বেশ ধরে ইসরায়েলের ইহুদিদের পক্ষে কাজ করে আসছে। তাই মুসলিম পরিচয়ে তারা সমাজে থাকতে পারে না। আগামী ১৫ই নভেম্বর ঢাকার খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাই। 

পরে গণমিছিলটি ডিআইটি চত্বর থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুয়ত নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি ইমামুল রশিদ কাসেমী, সাধারন সম্পাদক মুফতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাব্বীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল গণি সহ অন্যান্য ওলামায়ে কেরাম।
 

সম্পর্কিত নিবন্ধ