জার্মান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি, আবেদন শেষ ২৫ সেপ্টেম্বর
Published: 23rd, September 2025 GMT
বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে পরিচালিত জার্মান ভাষা শিক্ষা কোর্সের অক্টোবর ২০২৫-মার্চ ২০২৬ সেশনে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন প্রোগ্রাম।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা১.
২. কোর্সের লেভেল: A1 ও A2।
৩. আসনসংখ্যা: ৪০ জন,পুরুষ বা মহিলা।
৪. বয়সসীমা: ১৮-৩৫ বছর।
আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতাশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পেস।
ভর্তি ফি: তিন হাজার টাকা মাত্র।
আবেদন করতে যা লাগবে১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি,
২. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি,
৩. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
ছবি: সংগৃহীতউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান। তিনি জানান, নিহত কর্মীর নাম শামিম আহম্মেদ (৪২)। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুনটঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ২২ সেপ্টেম্বর ২০২৫ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন। তাঁদের উদ্ধার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বাকিদের চিকিৎসা চলছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।