জার্মান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি, আবেদন শেষ ২৫ সেপ্টেম্বর
Published: 23rd, September 2025 GMT
বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে পরিচালিত জার্মান ভাষা শিক্ষা কোর্সের অক্টোবর ২০২৫-মার্চ ২০২৬ সেশনে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন প্রোগ্রাম।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা১.
২. কোর্সের লেভেল: A1 ও A2।
৩. আসনসংখ্যা: ৪০ জন,পুরুষ বা মহিলা।
৪. বয়সসীমা: ১৮-৩৫ বছর।
আরও পড়ুনপ্রাথমিকের সহকারী শিক্ষকেরা ১০ ও ১৬ বছর পূর্তিতে পাচ্ছেন উচ্চতর স্কেল ২১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতাশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পেস।
ভর্তি ফি: তিন হাজার টাকা মাত্র।
আবেদন করতে যা লাগবে১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি,
২. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি,
৩. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
ছবি: সংগৃহীতউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার পুকুরিয়া-মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, ‘‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই নারী মানসিক প্রতিবন্ধি ছিলেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।”
ঢাকা/সোহাগ/এস