খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
Published: 25th, September 2025 GMT
খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর-নানুপুরে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক
‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীতে তামাক কোম্পানি স্টেক হোল্ডার হতে পারবে না’
আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো.
অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি, পিস্তলের ছয় রাউন্ড গুলি, শটগানের সাত রাউন্ড গুলি, ৭.৬২ মিমি. ব্ল্যাংক অ্যামোনিশন-০১ রাউন্ড, শটগানের ফায়ার করা কার্তুজ ১১ রাউন্ড, অ্যামোনিশন ক্লিপ একটি, ১৪৪ পিস ইয়াবা, নয়টি দেশীয় ধারালো অস্ত্র, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
সেনাবাহিনী জানিয়েছে, তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/রূপায়ন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক র উন ড
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।