বন্দরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় জনতা  লম্পট শিক্ষক হাফেজ হুসাইন আহাম্মেদ মাহফুজ (২৪) কে  আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধান্ধাবাজ আক্তার ও তার সাঙ্গপাঙ্গদের কর্তৃক দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান মোল্লা মারাত্মক ভাবে জখম হয়।

 বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  সকালে বন্দর উপজেলার কামতাল কবরস্থান হাফেজিয়া মাদ্রাসায় ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও ভূক্তভোগী ছাত্রী অভিভাবকদের তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায়  বৃহস্পতিবার সকালে ৩য় শ্রেনীর শিক্ষার্থী  কামতাল কবরস্থানস্থ  হাফেজিয়া মাদ্রাসায় আসলে ওই সময় মাদ্রাসার শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজ ওই শিক্ষার্থী শরীরের স্পর্শকাতর স্থানে  হাতাহাতি করে যৌন হয়রানি করে ।

পরে ভূক্তভোগী  ছাত্রী মাদ্রসা থেকে বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে  জানালে এ ঘটনায় ছাত্রীর পরিবার মাদ্রাসায় এসে শিক্ষককে চর থাপ্পর দেয়। পরে ঘটনাটি এলাকায়  জানাজানি হলে এলাকার শত শত লোক জড়ো হয়ে উল্লেখিত শিক্ষককে আটক করে। ওই সময় স্থানীয় ধান্ধাবাজ আক্তার ও তার সহযোগিরা মাদ্রসার প্রধান শিক্ষককে আটক করে ২০ হাজার টাকা দাবি করে।

পরে উত্তেজিত জনতা পুলিশকে সংবাদ দিলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লম্পট  মাদ্রাসার শিক্ষককে আটক করে। ওই ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্য  দৈনিক মানব জমিন পত্রিকার সাংবাদিক  নূরুজ্জামান মোল্লা সংবাদের তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে আসলে ওই সময় উল্লেখিত  ধান্ধাবাজরা পেশাগত কাজে বাধা প্রদানসহ  ধান্ধাবাজ আক্তার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক নুরুজ্জামান মোল্লার উপর সন্ত্রাসী হামলা চালায়।

হামলায় সাংবাদিক নুরুজ্জামান মোল্লার মুখে ভিতরে কাটা জখম হয়। পরে তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার মুখে ৪টি সেলাই দিতে হয়। এ বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার খায়রুল বাশার বলেন, ছাত্রীর যৌন হয়রানির বিষয়ে মামলা নেয়া হচ্ছে আর সাংবাদিকের উপর হামলার বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ য ন হয়র ন শ ক ষকক

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে কবরস্থানে বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুর সদর উপজেলায় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান।

আরো পড়ুন:

পলাতক থাকলেও বিদেশে টাকা পাচার অব্যাহত জাবেদের: দুদক

দুদক নি‌জেই দুর্নীতিমুক্ত না হ‌লে অন‌্যকে বলার অধিকার রা‌খে না: চেয়ারম্যান

দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, শিরখাড়া ইউনিয়নে গণকবরস্থান নির্মাণের নামে প্রায় আড়াই লাখ টাকার অপব্যবহার করা হয়। এছাড়া সুনমন্দি এলাকায় থানার এক ওসিকে খুশি করতে তার বাড়ির সামনে এলজিইডির ৩২ লাখ টাকা অর্থায়নে কালর্ভাট করা হয়। যেখানে সরকারি অর্থ অপচয় করা হয়েছে বলেও অভিযোগ পায় দুদক। এ সব অভিযোগের সত্যতা জানার জন্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে ও এলজিইডির কার্যালয়ে অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, প্রতিটি দপ্তরের বিরুদ্ধে আসা অভিযোগের ফাইলপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • রাস্তা বন্ধ করে দেওয়ায় বিচ্ছিন্ন মাদ্রাসা, দুর্ভোগে শিক্ষার্থীরা
  • মাদারীপুরে কবরস্থানে বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান