মাদারীপুরে গৃহবধূকে আটকে রেখে নির্যাতনের ভিডিও ভাইরাল
Published: 26th, September 2025 GMT
মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনা চলছে।
ভুক্তভোগী বুলু বেগম কালকিনি উপজেলার বাশগাড়ী এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিধবা এবং দুই সন্তানের জননী।
আরো পড়ুন:
গাজীপুর ব্যাংক কর্মকর্তা অপহরণ, মুক্তিপণে মুক্তি
নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার ৭
ভিডিওতে দেখা যায়, মধ্যবয়সী বুলু বেগমকে গত বুধবার মধ্যরাতে একটি টিনেসেড ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছেন কয়েকজন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকেন, “আমাকে মিথ্যা অপবাদ দেবেন না, আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।” তখন মারধরকারীদের বলতে শোনা যায়, ‘আমাদের টাকা না দিলে অনেক ক্ষতি করা হবে তোকে।’ এ সময় গৃহবধূকে বারবার রাম দা দিয়ে আঘাত করতে দেখা যায়।
গৃহবধূ বুলু বেগমের দাবি, তিনি নির্দোশ। তিনি কোনো অন্যায় করেনি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সোহেল রানা জানান, পরীকায়া প্রেমের জেরে বাশগাড়ী ইউনিয়নের আলোচিত ডাবল মার্ডারের আসাসি ফয়সাল তালুকদার জেল থেকে জামিনে এসে গৃহবধূকে নির্যাতন করেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ গ হবধ ক
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী