মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনা চলছে। 

ভুক্তভোগী বুলু বেগম কালকিনি উপজেলার বাশগাড়ী এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা। তিনি বিধবা এবং দুই সন্তানের জননী।

আরো পড়ুন:

গাজীপুর ব্যাংক কর্মকর্তা অপহরণ, মুক্তিপণে মুক্তি

নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার ৭

ভিডিওতে দেখা যায়, মধ্যবয়সী বুলু বেগমকে গত বুধবার মধ্যরাতে একটি টিনেসেড ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছেন কয়েকজন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকেন, ‌“আমাকে মিথ্যা অপবাদ দেবেন না, আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।” তখন মারধরকারীদের বলতে শোনা যায়, ‘আমাদের টাকা না দিলে অনেক ক্ষতি করা হবে তোকে।’ এ সময় গৃহবধূকে বারবার রাম দা দিয়ে আঘাত করতে দেখা যায়।

গৃহবধূ বুলু বেগমের দাবি, তিনি নির্দোশ। তিনি কোনো অন্যায় করেনি। 

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সোহেল রানা জানান, পরীকায়া প্রেমের জেরে বাশগাড়ী ইউনিয়নের আলোচিত ডাবল মার্ডারের আসাসি ফয়সাল তালুকদার জেল থেকে জামিনে এসে গৃহবধূকে নির্যাতন করেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

ঢাকা/বেলাল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ গ হবধ ক

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ