বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড
Published: 26th, September 2025 GMT
এক দল তরুণ মিলে তৈরি করেছেন তিন তলা বাড়ির সমান উচ্চ মানবপিরামিড। ওই পিরামিডের উচ্চতা ১৪ দশমিক ৭৩ মিটার বা ৪৮ ফুট ৩ দশমিক ৯২ ইঞ্চি। পিরামিডটি কয়েক সেকেন্ডের বেশি টিকে থাকতে পারেনি। তারপরেও গড়েছে বিশ্ব রেকর্ড।
ভারতের মহারাষ্ট্রে ‘দাহি হান্ডি’ উৎসবে অগণিত মানুষের সামনে একদল তরুণ মিলে তৈরি করেন বিশ্বের সবচেয়ে উঁচু মানবপিরামিড। গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘‘রাজ্যের থানে শহরে গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন ১০ স্তরের এই মানবপিরামিড গড়ে বিশ্ব রেকর্ড গড়েন একদল তরুণ।’’
আরো পড়ুন:
জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা
একটি সংগঠনের উদ্যোগে মানবপিরামিড গড়ার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনটির নাম কোকননগর গোবিন্দ পাঠক অ্যান্ড সংস্কৃতি যুব প্রতিষ্ঠান ট্রাস্ট।সাধারণত ৮ বা ৯ স্তরের মানবপিরামিড গড়া যায়।অনেক দিন ধরেই ভারত ও স্পেন যৌথভাবে সবচেয়ে উঁচু মানবপিরামিড গড়ার রেকর্ড ধরে রেখেছিল। এবার প্রথমবারের মতো ১০ স্তরের মানবপিরামিড গড়তে সফল হলো ভারতের একটি দলটি।
যেভাবে তৈরি হলো মানবপিরামিড
প্রথমে একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত বৃত্ত তৈরি করেন অংশগ্রহণকারীরা। এরপরে তাদের কাঁধে দাঁড়িয়ে ওপরের স্তরে ওঠেন আরেকটি দলের সদস্যরা। তারপর একে একে দশটি স্তর তৈরি করেন তারা। এভাবে এভাবে ছোট ছোট দলের সদস্যরা অপর দলের সদস্যদের কাঁধ বেয়ে ওপরে ওঠেন। এভাবে ক্রমেই তৈরি হতে থাকে পিরামিডের আকৃতি। স্তরের একেবারে চূড়ায় ছিলেন মাত্র একজন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যার মাথায় হেলমেট ছিল এবং নিরাপত্তার জন্য একটি দড়ি তাঁর সঙ্গে বাঁধা ছিল।
শীর্ষে দাঁড়ানো তরুণ কয়েক সেকেন্ডের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলেন। মানবপিরামিডটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। তখন তাকে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা ক্রেনে করে নিরাপদে নামানো হয়। শীর্ষে থাকা তরুণ ভারসাম্য হারানোর পর পিরামিডটি ভেঙে পড়ে। তবে কেউ গুরুতর আহত হননি। রেকর্ড উচ্চতার মানবপিরামিড গড়ার সঙ্গে সঙ্গে সমবেত মানুষ উল্লাসে ফেটে পড়েন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই অর্জনের স্বীকৃতি দিয়েছে। সংস্থাটি বলছে, মানবপিরামিডটিসাহস, ঐক্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম নবপ র ম ড গ প র ম ডট স তর র র কর ড
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।