সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী (৪২), তার মেয়ে প্রথমা চোধুরী (১৫) এবং শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। 

আরো পড়ুন:

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পুলিশ সূত্রে জানায়, আজ সকালে সুনামগঞ্জ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাক। ঘটনাস্থলেই মারা যান আখি চৌধুরী ও সজল ঘোষ।

গুরুতর অবস্থায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রথমা চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‍“সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।” 

ঢাকা/মনোয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত স ন মগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা। 

আরো পড়ুন:

আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত নিবন্ধ