শ্রীপুরে সেপটিক ট্যাংকের পানিতে সড়কে জলাবদ্ধতা
Published: 26th, September 2025 GMT
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা মোড় থেকে নতুন বাজার সড়কের ভূঁইয়া মার্কেট এলাকার সড়কজুড়ে জমে আছে সেপটিক ট্যাংকের ময়লা পানি। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশেই রয়েছে শরিফ ভূঁইয়া নামে এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক। সেখান থেকে পানি সড়কে আসছে। যে কারণে দুর্গন্ধে এই সড়কে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।
এলাকাবাসী জানান, শরিফ ভূঁইয়ার সেপটিক ট্যাংকটি সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে। সেখান থেকে বের হওয়া নোংড়া পানি প্রায় ৩০০ গজ পর্যন্ত সড়কজুড়ে ছড়িয়ে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। অনেকেই বাধ্য হয়ে রিকশায় কিংবা গামবুট পরে যাতায়াত করছেন। এরই মধ্যে অনেকের শরীরে চর্মরোগ দেখা দিয়েছে। এ বিষয়টি পৌরসভাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আরো পড়ুন:
খানা-খন্দে ভরা খুলনা নগরীর প্রবেশপথ, ১৮ জেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি
২৫ ঘর যমুনায় বিলীন, হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “দোকানের সামনে সেপটিক ট্যাংকের পানি জমে থাকায় ক্রেতারা আসতেই চায় না। ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গেছে।”
শফিকুল ইসলাম নামে অপ বাসিন্দা বলেন, “সবচেয়ে কষ্টে আছে স্কুলগামী শিশুরা। প্রতিদিন দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে তাদের।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফ ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “আমরা বিষয়টি জেনেছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ব যবস
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা।
আরো পড়ুন:
আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।
ঢাকা/অলোক/রফিক