বৃষ্টির কারণে স্থগিত হওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আজ আবার শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএলের প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।

টসে হেরে আগে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুনের খুলনা তুলেছিল ৭ উইকেটে ১৭১ রান। জবাবে হাবিবুর রহমানের ৪৫ বলে ৯৪ রানের ইনিংসে রাজশাহী এই রান তাড়া করে ৮ উইকেট আর ২৩ বল হাতে রেখে।

রাজশাহীর হয়ে ফিফটি করেন অধিনায়ক নাজমুল হোসেনও। খেলেছেন ৩৯ বলে ৬৫ রানের ইনিংস। নাজমুল আর হাবিবুরের ১৪৮ রানের ওপেনিং জুটিতেই মূলত রাজশাহীর জয় নিশ্চিত হয়। ১০ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটিকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি হাবিবুর। দলীয় ১৪৮ রানে রবিউল হকের বলে বোল্ড হন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি আউট হলেও অপরাজিত ছিলেন নাজমুল। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন এই ক্রিকেটার। ম্যাচসেরা হন হাবিবুর।

এর আগে মাত্র ১৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে খুলনা। তবে এমন অবস্থায় দলকে উদ্ধার করেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। দু’জনের ব্যাট থেকে আসে মাত্র ৭২ বলে ১১৭ রানের জুটি।

আরও পড়ুন১৪ বছরে ‘৩৯ রান’ এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট২ ঘণ্টা আগে

বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন সৌম্য। ৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংসটি সাজান ছয়টি চার ও চারটি ছক্কায়, স্ট্রাইকরেট ১৮৫.

২৯। শেষ পর্যন্ত নাজমুলের বলে আউট হয়ে ফেরেন।

সৌম্যর আউটের পর ৪৫ বলে ৫০ রানের ইনিংসে খেলে আউট হন আফিফ। শেষদিকে মেহেদী হাসান মিরাজ করেন ৬ বলে ১০ রান। নাহিদুল ইসলাম ১১ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন।

একই মাঠে এখন চলছে ঢাকা ও রংপুরের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ২০ ওভারে ১৭১/৭ (সৌম্য ৬৩, আফিফ ৫০; নিহাদুজ্জামান ২/২০, নাজমুল ১/২৫)
রাজশাহী: ১৬.১ ওভারে ১৭২/২ (হাবিবুর ৯৪, নাজমুল ৬৫*; রবিউল ২/২৫)
ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হাবিবুর রহমানআরও পড়ুন‘আত্মত্যাগী’ বাংলাদেশ তবু ফাইনালে থাকবে যেভাবে২২ মিনিট আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন র ইন উইক ট

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ