মোসাদ্দেকের ২৮ বলে ফিফটি, বড় জয় ঢাকার
Published: 26th, September 2025 GMT
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে আজ রংপুর বিভাগকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান করে ঢাকা। তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ১০০ রানে আটকে যায় রংপুর।
বড় ব্যবধানের এই জয়ে ঢাকার নায়ক মোসাদ্দেক হোসেন। ২৮ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ বলে ৬৪ রান করে। পরে বল হাতে ১ বল করেই নেন উইকেট।
প্রথমে ব্যাট করা ঢাকার হয়ে ফিফটি করেছেন দুজন। ৬৭ রানে তৃতীয় উইকেটের পতনের পর জুটি গড়েন মোসাদ্দেক ও আরিফুল ইসলাম। তিন নম্বরে নামা আরিফুলই আগে ফিফটি স্পর্শ করেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
আরিফুলের সঙ্গে ১০৪ রানের জুটিতে মোসাদ্দেক করেন ৬৪ রান। এর মধ্যে ইনিংসের শেষ দুই বলে আবদুল গাফফারকে মেরেছেন দুটি ছক্কা। মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়েই ঢাকা বিভাগের রান ১৭০–এর ঘরে পৌঁছায়।
মোসাদ্দেক–আরিফুলের শতরানের অবিচ্ছিন্ন জুটি ঢাকা বিভাগকে ভালো সংগ্রহ এনে দেয়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ফ ল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।