বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায়  তিনটি দোকান ভস্মীভূত  হয়ে  প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে বন্দর  রেললাইন লাইন শাহজালাল মাদ্রাসা পাশে গড়ে উঠা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থদের দাবি ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় জামায়াত নেতা কালাম জানান, দুপুরে জুম্মার নামাজের পূর্বে হঠাৎ করে বন্দর রেললাইন সড়কের পাশে হোসিয়ারী দোকানের নিচ থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে  রুবেল,শাহজাহান,জুলহাসসের  ৩ টি হোসিয়ারীর দোকানে থাকা বিভিন্ন মেশিনারী,থান কাপড় ও  একটি রিক্সার গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউজ নামে আরো একটি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে। 

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া জানান, আগুনের খবর পেয়ে ‘আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে  ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হতে পারে । তদন্তের পর ক্ষয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড র ঘটন

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ