আগামী নির্বাচন নিয়ে কেউ জবরদস্তি করতে চাইলে সংঘাতের সৃষ্টি হবে বলে হুশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ধরনের জবরদস্তির বিরুদ্ধে রুখে দাড়ানো আহবান জানান তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ গণহত্যার বিচার চায়, সংস্কার চায় ও নির্বাচন চায় এবং আগামী ফ্রেরুয়ারীর মধ্যে সে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র দেশের মানুষ মানবে না বরং প্রতিহত করবে।  

তিনি বলেন, বিএনপি-জামাত- এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয়। অনেক সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যারা ক্ষমতার চেয়ারে বসে ভাগাভাগি করছেন তাদের তথ্য দেশের মানুষ কাছে আছে। গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থি মাজারে হামলা করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।  

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিকের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশের আগে তিনি ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের ৯ম জেলা সম্মেলনের পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ব এনপ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ

‎বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ‎নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের‌্য

‎‎শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র‌্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র‌্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
  • ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি 
  • বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
  • মাসুদুজ্জামানের র‌্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ