সকালের সূর্যের আলোয় ঝলমলে দৃশ্য। নিচু জমি ভরে আছে চার-পাঁচ ফুট পানিতে। সেই পানির বুক জুড়ে লাল শাপলার রাজ্য। কোথাও কোথাও ফুটে আছে সাদা শাপলাও। হাওরের বাতাসে ভেসে আসা ঢেউয়ের সঙ্গে নেচে ওঠে শত শত ফুল। মাঝেমধ্যে শাপলার ফাঁকে দল বেঁধে হাঁস ভেসে বেড়ায়।

মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় ওই দৃশ্য দেখা যায়। জুড়ী উপজেলা সদর থেকে ভূঁয়াইয়ের শাপলার রাজ্যের দূরত্ব পাঁচ কিলোমিটার।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সেখানে পৌঁছাই। সড়কের পশ্চিম দিকে তাকাতেই চোখে পড়ে বিশাল শাপলার বিস্তৃতি। কথা হয় স্থানীয় বাসিন্দা জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের সঙ্গে। তিনি ছোট একটি নৌকার ব্যবস্থা করে দেন। মাঝি ছিলেন এলাকার কৃষক রনজিত দাস। নির্জন পরিবেশে ধীরে ধীরে এগোতে থাকে নৌকা। দুই ধারে লাল শাপলার সমারোহ, মাঝেমধ্যে মেলে সাদা শাপলার ঝলকও।

রতীশ চন্দ্র দাস জানালেন, প্রায় ১০০ বিঘা জমিতে শাপলার রাজ্য। জমিগুলো এক ফসলি, শুধু বোরো ধান হয়। বৈশাখ-জ্যৈষ্ঠে ধান কেটে নেওয়ার পর জমি ফাঁকা হয়ে যায়। তখন বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাশের হাকালুকি হাওরের পানি ঢুকে পড়ে। ঢলের সঙ্গে ভেসে আসা শিকড় বা কন্দ থেকে জন্ম নেয় শাপলা, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কয়েক বছর ধরেই এখানে শাপলার সংখ্যা বেড়েছে। অগ্রহায়ণ মাসের শেষ দিকে পানি শুকিয়ে গেলে জমিতে ধান রোপণ শুরু হয়। তখন আর শাপলা থাকে না।

প্রায় ১০০ বিঘা জমিতে গড়ে উঠেছে শাপলার রাজ্য। বৃহস্পতিবার জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ পল র র জ য ল শ পল র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ