লাল শাপলার চোখজুড়ানো সৌন্দর্যে পর্যটনের সম্ভাবনা
Published: 27th, September 2025 GMT
সকালের সূর্যের আলোয় ঝলমলে দৃশ্য। নিচু জমি ভরে আছে চার-পাঁচ ফুট পানিতে। সেই পানির বুক জুড়ে লাল শাপলার রাজ্য। কোথাও কোথাও ফুটে আছে সাদা শাপলাও। হাওরের বাতাসে ভেসে আসা ঢেউয়ের সঙ্গে নেচে ওঠে শত শত ফুল। মাঝেমধ্যে শাপলার ফাঁকে দল বেঁধে হাঁস ভেসে বেড়ায়।
মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় ওই দৃশ্য দেখা যায়। জুড়ী উপজেলা সদর থেকে ভূঁয়াইয়ের শাপলার রাজ্যের দূরত্ব পাঁচ কিলোমিটার।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সেখানে পৌঁছাই। সড়কের পশ্চিম দিকে তাকাতেই চোখে পড়ে বিশাল শাপলার বিস্তৃতি। কথা হয় স্থানীয় বাসিন্দা জায়ফরনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের সঙ্গে। তিনি ছোট একটি নৌকার ব্যবস্থা করে দেন। মাঝি ছিলেন এলাকার কৃষক রনজিত দাস। নির্জন পরিবেশে ধীরে ধীরে এগোতে থাকে নৌকা। দুই ধারে লাল শাপলার সমারোহ, মাঝেমধ্যে মেলে সাদা শাপলার ঝলকও।
রতীশ চন্দ্র দাস জানালেন, প্রায় ১০০ বিঘা জমিতে শাপলার রাজ্য। জমিগুলো এক ফসলি, শুধু বোরো ধান হয়। বৈশাখ-জ্যৈষ্ঠে ধান কেটে নেওয়ার পর জমি ফাঁকা হয়ে যায়। তখন বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাশের হাকালুকি হাওরের পানি ঢুকে পড়ে। ঢলের সঙ্গে ভেসে আসা শিকড় বা কন্দ থেকে জন্ম নেয় শাপলা, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কয়েক বছর ধরেই এখানে শাপলার সংখ্যা বেড়েছে। অগ্রহায়ণ মাসের শেষ দিকে পানি শুকিয়ে গেলে জমিতে ধান রোপণ শুরু হয়। তখন আর শাপলা থাকে না।
প্রায় ১০০ বিঘা জমিতে গড়ে উঠেছে শাপলার রাজ্য। বৃহস্পতিবার জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ পল র র জ য ল শ পল র
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা।
আরো পড়ুন:
আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।
ঢাকা/অলোক/রফিক