পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু
Published: 27th, September 2025 GMT
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিকন লাল আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে।
রনজিত কুমার রায় নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ট্রাক্টরে করে ফিরছিলেন পঞ্চগড় সদর উপজেলার শেখপাড়া এলাকার খেলোয়াড়ররা। গাড়িতে খেলোয়াড়সহ ২০-২৫ জন ছিলেন। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে ট্রাক্টর নিয়ে ফিরছিলেন তারা। ট্রাক্টরটি শিকটিহারি বাজার-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যোগে যাওয়া বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয় ট্রাক্টরটি। এতে সড়কের ধারে ছিটকে পড়েন তারা। স্ত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণ। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক। পরে বারঘাটি পুলিশের তদন্ত কেন্দ্র ওই গাড়ি জব্দ করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/নাঈম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র আট য় র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।