দুবাইয়ের সেই বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে গ্রেপ্তার
Published: 27th, September 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে সবচেয়ে চাকচিক্যপূর্ণ এলাকায় যৌন ব্যবসা এবং অসহায় নারীদের শোষণ-নির্যাতনের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানি প্রতিবেদনে এই ব্যক্তির নাম উঠে এসেছিল।
ওই ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তিনি ভিন্ন পরিচয়ে তাঁর সঙ্গে কথা বলা বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন। গ্রাহকের চাহিদা মেটাতে ওই নারীরা ‘প্রায় সবকিছুই’ করতে পারবেন। মোসিগা লন্ডন শহরে এক সময় বাস চালাতেন বলেও জানান।
ইউএইর আদালতে মোসিগার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণাও দেয়নি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে উগান্ডার কয়েকজন তরুণী মোসিগার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি পেয়ে দুবাই এসেছিলেন তাঁরা। কিন্তু পরে ঋণগ্রস্ত হয়ে যৌনকর্মে বাধ্য হন।তবে বিবিসির সঙ্গে যোগাযোগ করা দুবাইয়ের এক আইনি প্রতিষ্ঠান জানিয়েছে, মোসিগা আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
প্রতিষ্ঠানটি বলেছে, উগান্ডা ইন্টারপোল মোসিগার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।
এর আগে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মোসিগার আটকের ঘটনাকে কেন্দ্র করেই এ বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করছে বিবিসি।
আরও পড়ুনদুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান১৬ সেপ্টেম্বর ২০২৫বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে উগান্ডার কয়েকজন তরুণী মোসিগার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা বলেছেন, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি পেয়ে দুবাই এসেছিলেন তাঁরা। কিন্তু পরে ঋণগ্রস্ত হয়ে যৌনকর্মে জড়াতে বাধ্য হন। কিছু ক্ষেত্রে নারীরা মনে করতেন, তাঁরা সুপারমার্কেট বা হোটেলে কাজ করতে যাচ্ছেন। দুবাইয়ে যৌনকর্ম অবৈধ।
মোসিগা বিবিসির অনুসন্ধানে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি শুধু বাড়িওয়ালাদের মাধ্যমে নারীদের বাসা পেতে সহায়তা করেন।
গত সপ্তাহে উগান্ডার সংসদে এই অনুসন্ধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। মন্ত্রীরা বিষয়টিকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুনদুবাইয়ের যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার, আসামিদের অব্যাহতি চায় পুলিশ২৭ মার্চ ২০২২.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী