এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে দুই প্রতিবেশীর ফাইনাল এবারই প্রথম। এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সালমান আগার দলকে পরামর্শ দিয়েছেন। তবে পরামর্শ দিতে গিয়েই ঘটেছে মজার এক ঘটনা, যা নিয়ে মাতামাতি চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

অভিষেকের অবশ্য যুক্ত না হয়ে উপায় ছিল না। শোয়েবই তাঁকে ভারত–পাকিস্তান ম্যাচে টেনে এনেছেন। পাকিস্তানের লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’–এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মজার এক কাণ্ড ঘটান শোয়েব।

আরও পড়ুনবাংলাদেশি আম্পায়ার আউট দিলেন, শানাকা রান আউটও হলেন, তবু কেন আউট নয়৩ ঘণ্টা আগে

বিশ্লেষণের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন শোয়েব, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, ধরুন! তাহলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো একেবারেই রান করতে পারেনি।’

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে অভিষেক বচ্চন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানান, ‘স্যার, সম্মান রেখেই বলছি…তারা সেটাও পারবে না! যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।’

অভিষেককে নিয়ে শোয়েবের বাড়তি টেনশনের কারণ আছে। অবশ্য শুধু শোয়েব নয়, এবারের এশিয়া কাপে অভিষেককে নিয়ে ভাবতে হয়েছে সব প্রতিপক্ষের। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২০৪.

৬৩, আছে তিনটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের, যা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এশিয়া কাপে এখনো অপরাজিত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে, এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুবার জিতেছে তারা। পাকিস্তান ফাইনালে উঠেছে সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে।

আরও পড়ুনভালো–মন্দের এশিয়া কাপে কিছু কি পেল বাংলাদেশ১৩ ঘণ্টা আগে

ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তান। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়েই শেষবারের মতো ম্যাচ জিতেছিল তারা। ২০২৩ সালে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়। ফল হয়েছে—এমন টানা ৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে টানা এত ম্যাচ হারেনি কোনো দল।
এখন দেখা যাক ফাইনালে কী হয়!

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ