এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে দুই প্রতিবেশীর ফাইনাল এবারই প্রথম। এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সালমান আগার দলকে পরামর্শ দিয়েছেন। তবে পরামর্শ দিতে গিয়েই ঘটেছে মজার এক ঘটনা, যা নিয়ে মাতামাতি চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

অভিষেকের অবশ্য যুক্ত না হয়ে উপায় ছিল না। শোয়েবই তাঁকে ভারত–পাকিস্তান ম্যাচে টেনে এনেছেন। পাকিস্তানের লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’–এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মজার এক কাণ্ড ঘটান শোয়েব।

আরও পড়ুনবাংলাদেশি আম্পায়ার আউট দিলেন, শানাকা রান আউটও হলেন, তবু কেন আউট নয়৩ ঘণ্টা আগে

বিশ্লেষণের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন শোয়েব, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, ধরুন! তাহলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো একেবারেই রান করতে পারেনি।’

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে অভিষেক বচ্চন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া জানান, ‘স্যার, সম্মান রেখেই বলছি…তারা সেটাও পারবে না! যদিও আমি ক্রিকেট খেলতেই পারি না।’

অভিষেককে নিয়ে শোয়েবের বাড়তি টেনশনের কারণ আছে। অবশ্য শুধু শোয়েব নয়, এবারের এশিয়া কাপে অভিষেককে নিয়ে ভাবতে হয়েছে সব প্রতিপক্ষের। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে ৩০৯ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ২০৪.

৬৩, আছে তিনটি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের, যা খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এশিয়া কাপে এখনো অপরাজিত। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে, এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে দুবার জিতেছে তারা। পাকিস্তান ফাইনালে উঠেছে সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে।

আরও পড়ুনভালো–মন্দের এশিয়া কাপে কিছু কি পেল বাংলাদেশ১৩ ঘণ্টা আগে

ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তান। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়েই শেষবারের মতো ম্যাচ জিতেছিল তারা। ২০২৩ সালে বৃষ্টিতে একটি ম্যাচ ভেসে যায়। ফল হয়েছে—এমন টানা ৬ ম্যাচে হেরেছে পাকিস্তান। দুই দলের ৭৪ বছরের দ্বৈরথের ইতিহাসে টানা এত ম্যাচ হারেনি কোনো দল।
এখন দেখা যাক ফাইনালে কী হয়!

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ