দক্ষিণি সিনেমার দুনিয়ায় নতুন ঝড় তুলেছে পবন কল্যাণ অভিনীত ছবি ‘দে কল হিম ওজি’। মুক্তির আগেই ছবিটি দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে প্রিমিয়ার ডের আয় দিয়ে ছবিটি আল্লু অর্জুনের বহুল আলোচিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার মুক্তির প্রথম দুই দিনেই সারা দুনিয়া থেকে ছবিটির আয় ১৫৪ কোটি রুপি। খবর হিন্দুস্তান টাইমসের

‘ওজি’ ছবিটি মুক্তির দুই দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। যদিও দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে, তবু ছবির জৌলুশ কমায়নি। সুজিত পরিচালিত এই ছবি এখন পর্যন্ত কেবল ভারতেই ১০৪ কোটি রুপি আয় করেছে।
ছবিটি মুক্তির আগেই বিভিন্ন অগ্রিম বুকিংয়ে রেকর্ড ভেঙেছিল। বুধবার প্রিমিয়ার শো থেকে নেট আয় হয়েছে ২১ কোটি রুপি, বৃহস্পতিবারও আরও ৬৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে।

গতকাল শুক্রবার ছবিটি ১৯ দশমিক ২৫ কোটি রুপি আয় করে। এর ফলে মাত্র দুই দিনে ভারতে মোট আয় দাঁড়াল ১০৪ কোটি রুপি। এটি পবন কল্যাণের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সিনেমা হিসেবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫৪ কোটি রুপি।

আরও পড়ুনবাজেট ৩০ কোটি, আয় ২০৩ কোটি, ঝড় তোলা দক্ষিণি ছবিটি গড়ল নতুন রেকর্ড১২ সেপ্টেম্বর ২০২৫

সুজিত পরিচালিত এই ছবিতে গ্যাংস্টার ওজস গম্ভীরার গল্প বলা হয়েছে। পবন কল্যাণ এই চরিত্রে নিজের স্বভাবসিদ্ধ শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন ও বলিউড তারকা ইমরান হাশমি।

‘ওজি’ সিনেমায় পবন কল্যাণ। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে

ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।

চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল রোববার যাত্রী পরিবহন শেষে রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে গ্রামীণ পরিবহন নামের মিনিবাস দাঁড় করিয়ে রাখা হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়েমুছে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুননারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা১ ঘণ্টা আগে

চালক মো. পিন্টু প্রথম আলোকে বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বাইর করি। কাইল রাইতে হেলপার বাস পরিষ্কার কইরা ওয়াশরুমে গেছে, এরপর আইসা দেখে আগুন জ্বলতাছে। তখন পৌনে পাঁচটার মতো বাজে। বাসের সব সিট (আসন) পুইড়া গেছে। এটা ৩২ সিটের গাড়ি। দুই লাখ টাকার মতো ক্ষতি হইছে।’

দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পর্কিত নিবন্ধ