চকরিয়ায় মহাসড়ক থেকে গ্যারেজমালিকের লাশ উদ্ধার
Published: 27th, September 2025 GMT
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়া পৌরশহরের মাতামুহুরী সেতু এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৫)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দিঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। বাড়ির পাশে অটোরিকশার একটি গ্যারেজ রয়েছে তাঁর।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চিরিংগা স্টেশন থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন গিয়াস উদ্দিন। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিন্টুও ছিলেন।
জানতে চাইলে মোহাম্মদ মিন্টু চকরিয়া থানা চত্বরে সাংবাদিকদের কাছে দাবি করেন, কয়েক ব্যক্তি সড়কের ওপর প্রাইভেট কার রেখে মাতামুহুরী সেতু এলাকায় তাঁদের মোটরসাইকেলটির গতি রোধ করেন। গিয়াস উদ্দিনের মাথায় একটি টর্চলাইট দিয়ে আঘাত করেন তাঁরা। এরপর গিয়াসকে প্রাইভেট কারে করে তুলে নেওয়া হয়।
ঘটনার সময় তাঁকে ছেড়ে দেওয়া হয় জানিয়ে মোহাম্মদ মিন্টু বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত গিয়ে গিয়াসের পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছি। পরে ভোরে গিয়াসের লাশ পাওয়া যায়।’
নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী জান্নাতুল নাঈম বলেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অটোরিকশা এবং অটোরিকশার বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে তাঁর স্বামী স্থানীয় এক বাসিন্দার নামে মামলা করেছেন। এর জেরেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গিয়াসউদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ য় স উদ দ ন ম হ ম মদ চকর য়
এছাড়াও পড়ুন:
ঝালকাঠিতে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
ঝালকাঠির মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে মোটরসাইকেল করে চলে যান তারা।
আরো পড়ুন:
আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ফের ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ
বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকাল পৌনে ৯টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীকে ভৈরবপাশা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, ঝালকাঠিতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
ঝালকাঠি আদালত চত্ত্বর, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়সহ শহর ও শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল টিম রাত থেকেই তৎপরতা অব্যাহত রেখেছে। জুলাই স্মৃতিস্তম্ভে রাতে বিশেষ পাহারার ব্যবস্থা করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, ঝালকাঠিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন, যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে।
ঢাকা/অলোক/রফিক