তামিম-ফারুক-বুলবুলসহ মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী
Published: 27th, September 2025 GMT
শুধুমাত্র কাউন্সিলর হতে জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিসিবি নির্বাচনে আগ্রহ দেখাননি। ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গান গাওয়া আসিফ এইবার বিসিবির পরিচালক হতে আগ্রহ দেখিয়েছেন। এজন্য শনিবার মনোনয়ন সংগ্রহ করেছেন।
তফসিল অনুযায়ী, শনিবার ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এই মনোনয়ন সংগ্রহের কাজ। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। অনেক প্রার্থী সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন নিয়েছেন। সব মিলিয়ে বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে ৬০ মনোনয়ন সংগ্রহ হয়েছে। বাকি ২ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি নির্বাচিত করবে।
ক্যাটাগরি ১: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। জেলার ভিত্তিতে হিসাব করলে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেটের ৩ জন, রংপুরের ৬ জন ও বরিশাল ১ জন মনোনয়ন নিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন।
ক্যাটাগরি ২: ঢাকার ক্লাব। এই ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ জন।
ক্যাটাগরি ৩: বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১ জন।
আলোচিতদের মধ্যে মনোনয়ন কিনেছেন তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ। তারা কেউই মনোনয়ন কিনতে হাজির হননি। তাদের পক্ষে মনোনয়ন তোলা হয়েছে। এছাড়া, বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট মনোনয়ন তুলেছেন।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী আসিফ আকবরও কিনেছেন পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে কিনেছেন নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ।
তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৬ অক্টোবর হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আট দিনে এনসিপির ১ হাজার মনোনয়নপত্র বিক্রি, লক্ষ্য ৩ হাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার পর গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশা আল্লাহ ছুঁতে পারব।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম। ইতিমধ্যে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষক—সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি। জনগণের উদ্দীপনা ও আগ্রহ দেখে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি। এটা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।’
বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এসে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।
সাংবাদিকদের মধ্যে যাঁরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদেরও এনসিপির মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কারণ, আপনাদের যে মজুরি, এটা বাংলাদেশে এখনো ঠিক হয়নি। আপনারা সংসদে গিয়ে আপনাদের মজুরি, মালিকদের নিষ্পেষণ-নিপীড়ন নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলবেন।’
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘ইনশা আল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদারকে সংসদে পাঠাতে চাই না, চাঁদাবাজদের পাঠাতে চাই না, সন্ত্রাস যারা করে, তাদের পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই।’
এর আগে ৬ নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।