শুধুমাত্র কাউন্সিলর হতে জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিসিবি নির্বাচনে আগ্রহ দেখাননি। ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গান গাওয়া আসিফ এইবার বিসিবির পরিচালক হতে আগ্রহ দেখিয়েছেন। এজন্য শনিবার মনোনয়ন সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, শনিবার ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এই মনোনয়ন সংগ্রহের কাজ। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। অনেক প্রার্থী সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন নিয়েছেন। সব মিলিয়ে বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে ৬০ মনোনয়ন সংগ্রহ হয়েছে। বাকি ২ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি নির্বাচিত করবে।

ক্যাটাগরি ১: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। জেলার ভিত্তিতে হিসাব করলে ঢাকা থেকে ৩ জন,   চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেটের ৩ জন, রংপুরের ৬ জন ও বরিশাল ১ জন মনোনয়ন নিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন।

ক্যাটাগরি ২: ঢাকার ক্লাব। এই ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ জন।

ক্যাটাগরি ৩:  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১ জন। 

আলোচিতদের মধ্যে মনোনয়ন কিনেছেন তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ। তারা কেউই মনোনয়ন কিনতে হাজির হননি। তাদের পক্ষে মনোনয়ন তোলা হয়েছে। এছাড়া, বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট মনোনয়ন তুলেছেন।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী আসিফ আকবরও কিনেছেন পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে কিনেছেন নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ।

তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র  জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৬ অক্টোবর হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

মাঠের ক্রিকেট ছেড়ে ক্রিকেট প্রশাসনের অংশ হয়ে ক্রিকেট নিয়েই থাকতে চেয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে সব প্রক্রিয়াতেই ছিলেন। নিজের পছন্দের একটি প্যানেলও তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে এগিয়ে নিবেন দেশের ক্রিকেট৷

কিন্তু নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম৷ তার শঙ্কার জায়গা ছিল, নির্বাচনকে ঘিরে নোংরামি করা হচ্ছে। তার ওপর আলাদা চাপ আছে এমন কথাও বলতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ পাচ্ছিলেন না তামিম। এ কারণে নিজ থেকে সরে গেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম বলেছেন, `আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'’

গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। তাতে যোগ দেবেন আরও ক্লাব।

আজ সকালে ১০ টার পর তামিম সর্বপ্রথম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর আরও ১৪টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পরে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ানত সংখ্যা জানা যাবে। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা
  • তামিম বললেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম
  • বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন—ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন