৮৬ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ পর্বতারোহী কার্লোস সোরিয়া ফন্তান। ২৬ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর (৮ হাজার ১৬৩ মিটার) শীর্ষে উঠলেন। এই বয়সে এসে তাঁর এই পর্বত জয় যেন মানুষের সীমাহীন সম্ভাবনার কথাই আরেকবার জানান দিল।

সোরিয়া এবারের আরোহণ উৎসর্গ করেছেন তাঁর এক বিশেষ স্মৃতিকে। ১৯৭৫ সালে স্প্যানিশ অভিযাত্রী দল প্রথমবারের মতো মানাসলু পর্বতশিখরে ওঠে। সেই দলে হয়ে তিনিও চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে শীর্ষে পৌঁছানো হয়নি কার্লোস সোরিয়ার। ৫০ বছর পর এসে যেন সেই অভিযানের স্মৃতিকেই আরেকবার উদ্‌যাপন করলেন। তবে এর আগেই ২০১০ সালে ৭১ বছর বয়সেই প্রথমবার মানাসলুর চূড়ায় ওঠেন তিনি।
নেপালের পর্বতারোহণ এজেন্সি সেভেন সামিট ট্রেকসের সঙ্গে এবারের মানাসলু অভিযান করেছেন কার্লোস সোরিয়া। তাঁর পাশে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড মিকেল শেরপা, নিমা শেরপা, ফুর্বা শেরপাসহ আরেক স্প্যানিশ পর্বতারোহী লুইস এম সোরিয়ানো।

৬০ বছর বয়সের পর বিশ্বের উঁচু ১০টি পর্বত জয় করেছেন কার্লোস সোরিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর বয়স কর ছ ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।

কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায়  ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে  দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।

আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।

ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান