গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে এক নারী নাট্যকর্মীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। 

গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাশ রিসোর্টে ঘটনাটি ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়। এই মামলায় নাছির (৩৫) ও বাবর (৩২) নামে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। একজনকে অজ্ঞাত (৬০) আসামি করা হয়।

আরো পড়ুন:

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় মামলা

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাশ রিসোর্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.

সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রিসোর্টের কাগজপত্রে অনিয়ম পাওয়া গেলে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে পুলিশ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন নারী ও ১৬ জন পুরুষকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মডেল হিসেবে কাজ করেন। নাছির নিজেকে নাটকের পরিচালক এবং বাবরকে সহকারী দাবি করে ওই নারীকে ঢাকার মিরপুর থেকে নাটকের শুটিংয়ের কথা বলে ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যান। গভীর রাতে রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করার পর রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় তাকে। এসময় ভুক্তভোগীর আইফোন ছিনিয়ে নেওয়া হয়, যার দাম প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ আছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “মামলার তিন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে। তদন্তে গিয়ে বিয়ারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, রিসোর্টে অনিয়মের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।

প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ