নাতির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দাদির মৃত্যু
Published: 28th, September 2025 GMT
শেরপুরের নকলায় নাতির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় দাদি মহিরন বেগম (৭০) মারা গেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাদাগৈড় মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। মারা যাওয়া মহরিন উপজেলার টালকি ইউনিয়নের কুচারচর গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী।
নকলা পৌরসভার কর্মচারী আবদুল হামিদ খান জানান, গতকাল শনিবার মহিরনের ছেলে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে রাতে বাড়ি ফিরছিলেন মাহিরন। রাস্তা পাড় হওয়ার সময় সোনার বাংলা নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২২৬৯২।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের
তিন দিন দূরপাল্লার বাস বন্ধে রাজশাহীতে যাত্রীদের ভোগান্তি
প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, “বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। চোখের সামনে মৃত্যু দেখলাম। ড্রাইভার পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মারা যাওয়া নারীর মরদেহ উদ্ধার করে। তারা ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে।”
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, “বাসটি আটক করা হয়েছে। মারা যাওয়া নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী