মেটার রোবট দেখতে হবে মানুষের মতো
Published: 28th, September 2025 GMT
এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য নিজস্ব রোবট তৈরির করবে মেটা। রোবটটি দেখতে মানবাকৃতি বা হিউম্যানয়েড হবে বলে জানা গেছে। এরই মধ্যে রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার উন্নয়নের জন্য একটি দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘‘মেটা নিজস্ব প্রয়োজনে রোবট তৈরির উদ্যোগ নিচ্ছে না, তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে। তবে মেটা ব্র্যান্ডের কোনো রোবট বাজারে আসবে না।’’
আরো পড়ুন:
কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন
ছাত্রদল নেতার চুরি যাওয়া মোবাইল থেকে আপত্তিকর পোস্ট
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ এক অভ্যন্তরীণ নথিতে জানিয়েছেন, ‘‘রিয়েলিটি ল্যাবস ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতগুলোতে প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে, তা রোবোটিকস উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই খাতে বিনিয়োগ তাদের এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করবে।
মেটার নতুন রোবোটিকস দলের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। হুইটেন এর আগে জেনারেল মোটরসের স্বয়ংক্রিয় ট্যাক্সি প্রকল্প ক্রুজ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। এ ছাড়া তিনি মাইক্রোসফট, সোনোস, ইউনিটি ও অ্যামাজনের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সূত্র: দা ভার্জ
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক র জন য
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচন: ছাত্রদলের সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জবি) নির্বাচনে ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
জকসু: ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন সেই খাদিজা, লড়তে পারেন জিএস পদে
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সদ্য পদ পাওয়া খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রমান তানজিল মনোনীত হয়েছে।
প্যানেলে অন্যান্যদের মাঝে রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে লড়বেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব।
এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন- ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও মো. আরিফুল ইসলাম আরিফ। আরেকজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
ঢাকা/লিমন/মেহেদী